তলার ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে এক কলেজ ছাত্রী । তার নাম মুনমুন । সে নগরীর অমৃত লাল দে কলেজের একাদ্বশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্রী ।
পারিবারিক সূত্রে জানাগেছে, নগরীর নতুন বাজার এলাকার দারোগা বাড়ীর সামসুর রহমানের মেয়ে মুনমুন কে তার বাবা মা প্রেমিকের সাথে বিয়ে দিতে অস্বিকৃতি জানালে গতকাল দুপুরে বাসা থেকে বেরিয়ে আসে । বিকেলে তার মা মুনমুনকে নগরীর সদররোডস্থ সিটি মার্কেটে খুজে পায় । তখন তাকে বাসায় ফিরে যেতে অনুরোধ করায় সে ঐ মার্কেটের দ্বিতীয় তলার রেলিং থেকে লাফিয়ে পরে গুরুতর আহত হয় । তাৎক্ষনিক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । কতৃব্যরত চিকিৎসক জানান তার মাথা ও কোমরে মারাত্মক জখম হয়েছে সে সংকা মুক্ত নয় । তবে এবিষয়ে তাৎক্ষনিক মুনমুনের পরিবারের বক্তব্য পাওয়া না গেলেও তার মামাতো ভাই তানজিম জানান, সে একটি ছেলের সাথে প্রেম করতো তাতে বাধা দেয়ায় এঘটনা ঘটিয়েছে ।