আগৈলঝাড়ায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠান

একাডেমী, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়, পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়,বাট্্ররা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়,কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়,পয়সারহাট নিু মাধ্যমিক বিদ্যালয়,সাহেবেরহাট নিু মাধ্যমিক বিদ্যালয়,বেলুহার নেছারিয়া মাদ্রাসা,বারহাজার বরিয়ালী দাখিল মাদ্রাসা,আমবৌলা কেরামতিয়া আলীয়া মাদ্রাসায় প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত দিয়ে বছরের পর বছর এসব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। সরকার ঘোষিত প্রতিটি উপজেলায় একটি মডেল বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে উপজেলা সদরের বিএইচপি একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অসহযোগিতার কারনে উপজেলা সদরে মডেল বিদ্যালয় স্থাপন না হয়ে উপজেলা সদর থেকে ৩ কি.মি.-র অধিক দূরত্বে অবস্থিত গৈলা মাধ্যমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয় করার প্রক্রিয়া চলছে। বিএইচপি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা যতিন্দ্রনাথ মিস্ত্রী তার খায়েস বিএইচপির প্রধান শিক্ষক হওয়া। তার ব্যক্তিগত সুবিধার জন্য উপজেলা সদরসহ হাজার হাজার জনগণ সরকারের মডেল স্কুলের প্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হবে। ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা আশ্রাফুজ্জামান সাগর জানান,শিঘ্রই এসব শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের চিঠির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হবে। তবে বি.এইচ.পি একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কারনে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না।