বের হওয়া মিছিলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। এতে আহত হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমপি মজিবর রহমান সরোয়ারসহ ১৫ জন নেতা-কর্মী। গ্রেপ্তার হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভেজ আকন বিপ্লবসহ ছাত্রদল,যুবদল ও শিবিরের কয়েক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
দুপুর ১টার দিকে নগরীর নতুন বাজার থেকে এমপি সরোয়ারের নেতৃত্বে মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠন। এসময় পুলিশ মিছিলে বাধা প্রদান করে লাঠিচার্জ শুরু করে। এমপি সরোয়ার ব্যতীত আহতদের মধ্যে রয়েছেন বরিশাল জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক বশির আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হাফিজ আহমেদ বাবলু,মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরিন,যুগ্ন আহবায়ক মশিউর রহমান মঞ্জু। অপরদিকে দুপুর ১২টার দিকে ছাত্রদলের উদ্যোগে অশ্বিনী কুমার টাউন হল থেকে একটি মিছিল বের করার প্রস্তুতি নেয়া হলে পুলিশ তাৎক্ষনিক ধাওয়া দেয়। সেখান থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা পারভেজ আকন বিপ্লবকে গ্রেপ্তার করে। এছাড়া গ্রেপ্তার করা হয় ছাত্রদল ও যুবদল নেতা বেলায়েত,টিটু।
অপরদিকে হরতালের সমর্থনে নগরীর কাকলীর মোড় থেকে দুপুর দপুর পোনে ১২টার দিকে মিছিল বের করে মহানগর শাখা ছাত্রশিবির। মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশ ২ শিবির কর্মীকে গ্রেফতার করে। এর আগে সকালে বগুড়া রোড এলাকায় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল এবং পিকেটিং করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। হরতালের সময় সকল রুটে বাস চলাচল বন্ধ থাকলেও লঞ্চ চলাচল অব্যাহত ছিল। বরিশাল বিএনপি কার্যালয় সহ নগরীর বিভিন্ন এলাকায় এখনো বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।