মুক্তির আলো’র আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কুলকাঠির তৌকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বেসরকারী সংস্থা মুক্তির আলো’র উদ্যোগে দু’শ রোগীকে চোখের চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় বিশ জন ছানিপড়া রোগি চিহ্নিত করে অপারেশনের জন্য নির্ধারন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্ধোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ওসি মো: মাসুদুজ্জামান, কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্ছু।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্জ আ: ছোবাহান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থার নির্বাহী পরিচালক সরওয়ার হোসেন স্বপন বক্তব্য রাখেন। চক্ষু শিবিরে ঝালকাঠি সদর হাসপাতালের কনসালটেন্ট  আলহাজ্জ ডা: মো: সিদ্দিকুর রহমান রোগিদের চিকিৎসা সেবা দেন। আগামী শনিবার চিহ্নিত বিশজন রোগিকে ঝালকাঠি সদর হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে।