এইচএসসি পরীক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলা

হামলা চালিয়ে গুরুতর জখম করেছে আজগর বেপারী নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে। এ সময় গোটা কলেজ ক্যাম্পাস এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা সদরের সরকারি গৌরনদী কলেজে।

গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) অসিম কুমার শিকদার জানান, উপজেলা নন্দনপট্টি গ্রামের বাসিন্দা ও এইচএসসি পরীক্ষার্থী আজগর বেপারীর ভাই হানিফ বেপারী বিদেশ যাওয়ার জন্য পার্শ্ববর্তী চেঙ্গুঁটিয়া গ্রামের মিরাজ হাওলাদারকে দুই লক্ষ টাকা দেয়। টাকা নিয়ে মিরাজ হানিফকে বিদেশ পাঠাতে তালবাহানা শুরু করে। এ নিয়ে রবিবার (১২ জুন) মিরাজের সাথে আজগরের বাকবিতন্ডা হয়। গতকাল সোমবার আজগর বেপারী কৃষি ব্যবহারিক পরীক্ষা দেয়ার জন্য সরকারি গৌরনদী কলেজের বিজ্ঞান ভবনে যায়। ব্যবহারিক পরীক্ষা চলার সময় আজগরকে মিরাজের ভাড়াটিয়া সন্ত্রাসী শাওন, মাসুম, কাউমসহ ৭/৮ জনে পরীক্ষার হল থেকে ডেকে আনে। সন্ত্রাসীরা বিজ্ঞান ভবনের পার্শ্বে কলেজের একটি শ্রেনী কক্ষে আজগরকে নিয়ে বেদম মারধর করে। এতে আজগর রক্তাক্ত জখম হয়। আজগরের সহকর্মী সাইফুল ইসলাম জানান, মুহুর্তের মধ্যে এ খবর  ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহত আজগর বেপারীকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে।