কর্তৃক স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্ধলক্ষাধিক টাকা উত্তোলন করা হয়েছে। এ তথ্য ফাঁস হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গতকাল সোমবার রাতে উত্তোলনকৃত টাকাসহ চতুর্থ শ্রেনীর কর্মচারী রাসেল হাওলাদারকে গ্রেফকার করেছে।
জানা গেছে, এমপি কোঠার কাবিটা প্রকল্পের অধীনে উপজেলার বড়কসবা মাদ্রাসার জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত টাকা উত্তোলনের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসে জমা দেয়া হয়। জমাকৃত কমিটির সভাপতি হচ্ছেন আব্দুর রহমান তালুকদার। গত রবিবার (১২ জুন) সংশ্লিষ্ট অফিস থেকে রাসেল বিলের কাগজ চুরি করে নিয়ে যায়। ওইদিন সোনালী ব্যাংক গৌরনদী শাখা থেকে সে (রাসেল) নিজেকে আব্দুর রহমান তালুকদার পরিচয় দিয়ে ও স্বাক্ষর জাল করে মাদ্রাসার নামে বরাদ্দকৃত ৫০ হাজার টাকা উত্তোলন করে।
সোমবার আব্দুর রহমান তালুকদার বিলের কাগজ নিতে অফিসে এলে প্রকৃত রহস্য বেরিয়ে আসে। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পরলে পুরো উপজেলা কম্পাউন্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম একদল পুলিশ নিয়ে প্রথমে রাসেলকে আটক করে। পরবর্তী পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে রাসেলের স্বীকারোক্তিমতে তাদের বসত ঘরের বিছানার তোষকের নিচ থেকে উত্তোলনকৃত টাকা জব্দ করে পুলিশ। এসময় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি নুরুল ইসলাম জানান।