পিআইবির কর্মশালা মনোনয়নে ক্ষুব্দ সাংবাদিক সমাজ

ভুয়া সাংবাদিকদের নিয়ে প্রেস ইনষ্টিটিউট (পিআইবি) এর কর্মশালা আজ বুধবার  শুরু হচ্ছে ঝালকাঠিতে। কর্মশালার শুরু থেকেই অনিয়ম স্বজনপ্রীতি আর দুর্নীতি। সাংবাদিক মনোনয়ন, ভেন্যু নির্ধারণসহ অন্যান্য কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় সাংবাদিকরা। বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের উদ্যোগে তিন দিবা ব্যাপী স্থানীয় সাংবাদিকদের কর্মশালায় আমন্ত্রিত অংশগ্রহণকারীদের দেয়া হয়নি কোন আমন্ত্রণপত্র। ঝালকাঠি প্রেসক্লাবকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হলে অন্যান্য সাংবাদিকরা ক্ষুব্ধ হয়। ফেটে পড়েন ক্ষোভে। বাধ্য হয়ে ঝালকাঠি সার্কিট হাউজের সম্মেলন কক্ষ ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়। অংশগ্রহণকারীরা আমন্ত্রণ পত্র না পেয়ে বিভিন্ন স্থানে ফোন তাদের জানতে হয়েছে কোথায় কখন কর্মশালা শুরু হবে। দক্ষ ও মানোন্নয়নের জন্যই এই প্রশিক্ষণ কর্মশালা। অথচ ঝালকাঠিতে জনকণ্ঠ, চ্যানেল আই সহ গুরুত্বপূর্ণ ও পেশাদারী সাংবাদিকদের বাদ দেয়া হয়েছে কর্মশালা থেকে। এদের বাদ দেয়ায় ক্ষুব্ধ ঝালকাঠি প্রেসক্লাব সহ স্থানীয় সাংবাদিকরা। স্থানীয় কোÑঅর্ডিনেটর করা হয়েছে দৈনিক নয়াদিগন্ত ও দিগন্ত টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধিকে। অথচ সরকার বিরোধী আখ্যা দিয়ে বাদ দেয়া হয়েছে আমার দেশ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধিকে। এছাড়া ঝালকাঠি জেলার বাইরে নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া থেকে ভুয়া ও অখ্যাত পত্রিকার সাংবাদিক অংশগ্রহণ করতে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কর্মশালায় ঝালকাঠি থেকে অংশ নিচ্ছেন এরা হলেন, বহুল আলোচিত লিমনের মাতা হেনোয়ার বেগমের র‌্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলার আইনজীবী আক্কাস শিকদার, ইসলামিক টেলিভিশনের আঃ জলিল, এটিএনের ক্যামেরাম্যান তরুণ সরকার সহ প্রায় ৩০জন সাংবাদিক। জানা গেছে, আপত্তির মুখে এটিএনের ক্যামেরাম্যান তরুণ সরকারকে বাদ দেয়ার গুঞ্জন চলছে। অংশগ্রহণ করতে যাচ্ছে এমন সাংবাদিকদের মধ্যে রয়েছে দাগি রাজনৈতিক নেতা। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছে ,এ কর্মশালায় স্থান পেয়েছে এক সাংবাদিকের আজ্ঞাবহ ও অনুসারী সাংবাদিক। যারা লিমনের পক্ষে নিউজ করেছে এমন সাংবাদিকরা। এরা কেউ কেউ যুবদল ও ছাত্রদলের রাজনীতির সাথে সরাসরি জড়িত। কেউ বিএনপি নেতা হালিম গাজী ও সাবেক আইন প্রতিমন্ত্রী ,বিএনপি নেতা ব্যারিষ্টার শাজাহান ওমরের শিষ্য সাগরেদ। স্থানীয় কো-অর্ডিনেটর দিগন্ত টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি কাজী খলিলুর রহমান বলেন, ঝালকাঠি দিয়ে ১৫ জন সাংবাদিক এবং ৩ উপজেলা থেকে ১৫ জন সাংবাদিক নেয়া হচ্ছে। অথচ স্থানীয় কো-অর্ডিনেটর কোন অংশ গ্রহণকারীকে ফোন করেনি। করেছে পর্দার আড়ালে থেকে অন্যজন। সবকিছু হচ্ছে পিআইবি কর্তৃপক্ষকে না জানিয়ে। পিআইবির ডিজি দুলাল চন্দ্র বিশ্বাস ব্যাংকক থাকার সুযোগে পিআইবিকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছে জুনিয়র প্রশিক্ষক থেকে লাফ দিয়ে সিনিয়র প্রশিক্ষক বনে যাওয়া রাফিজা বেগম। পিআইবি থেকে গত মঙ্গলবার চলে এসেছেন কর্মশালার কথা বলে অথচ তিনি গতকাল রাত পর্যন্ত ঝালকাঠিতে আসেননি। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ভ্রমণে বেরিয়েছেন। গতকাল ঝালকাঠি এসেছেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক আঃ হক। এসেছেন পিআইবির মাহবুব সাত্তার। বিগত দিনে ঝালকাঠিতে পিআইবির স্থানীয় কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিটিভির ঝালকাঠি প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু। অথব তাকে বাদ দেয়া হয় অন্য কারণে। কারণ হিসেবে জানা গেছে, ভুয়া বিল ভাউচার, বরাদ্দ টাকা বাঁচিয়ে আত্মসাৎ করার জন্য। কর্মশালার কো-অর্ডিনেটর রাফিজা বেগমের কর্মকাণ্ডে ক্ষুব্ধ পিআইবির কর্মকর্তা ও কর্মচারীরা। তিনি নিজেকে ডিজির লোক বলে পরিচয় দিয়ে প্রতিটি কর্মশালার সমন্বয়কারী হচ্ছেন। সমন্বয়কারী হওয়া মানে কর্মশালায় বরাদ্দ টাকা নয় ছয় করে হাজার হাজার টাকা আত্মসাৎ করা। প্রশিক্ষণের জন্য কেনা হয়েছে নিম্নমানের ব্যাগ, কম দামী নোট বুক ও কলম। নিম্নমানের খাবারের জন্য ইতিমধ্যে অর্ডার দেয়া হয়েছে। নামে মাত্র দেয়া হবে সকাল ও বিকালের নাস্তা। এ ব্যাপারে পিআইবিতে যোগাযোগ করা হলে জানা গেছে ডিজি ব্যাংকক রয়েছেন। এ ব্যাপারে রাফিজা বেগম বলেন, বিতর্কিত হওয়ায় ভেন্যু বদল এবং কিছু অংশগ্রহণকারীদের বাদ হয়েছে।