একাত্তর ঘাতক দালালনির্মূল কমিটির মানববন্ধন

সংশোধনী, সংযোজন বা বিয়োজন ছাড়াই ৭২'র সংবিধানের মূল চার নীতির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবিতে নগরীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানববন্ধন করেছে। একই সঙ্গে গোলাম আজমকে গ্রেফতার করে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবিও জানানো হয়।

গতকাল মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আক্কাস হোসেন। বক্তব্য রাখেন সৈয়দ আনিসুর রহমান, কুতুব উদ্দিন, নজরুল ইসলাম চুন্নু, নজরুল হক নীলু, একে আজাদ, মিন্টু বসু, কাজল ঘোষ, আব্দুল হাই মাহাবুব, জীবন কৃষ্ণ দে, হিরন কুমার দাস মিঠু, দাস গুপ্ত আশিষ কুমার, নুরজাহান বেগম, বিশ্ব নাথ দাস মুন্সি, সৈয়দ গোলাম মাসউদ বাবলু প্রমুখ।