বরিশালে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের বেশ কয়েক নেতা-কর্মী আহতও হয়েছে।

প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়,দুপুর ১টার দিকে মহানগর ছাত্রদল নেতা বেলায়েত হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবীতে কলেজ শাখা ছাত্রদল হাতেম আলী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে অংশ গ্রহন করেন ছাত্রনেতা আল আমিন, লাবিব, রাসেল, চুন্নু মৃধা, তানিজল আকাশ। মিছিলটি শুরু হওয়ার পর ছাত্রলীগ ক্যাডার বাপ্পী,পারভেজ ও বাবলুর নেতৃত্বে বাধা প্রদান করে ব্যানার ছিনিয়ে নেয়। একই সঙ্গে মিছিলে অংশগ্রহন কারীদের মারধর করা হয়েছে।

অপরদিকে হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাবলু জোমাদ্দার গৌরনদী ডটকমকে  জানিয়েছেন ছাত্রলীগ নবীনদের শুভেচ্ছো জানিয়ে পূর্ব নির্ধারিত প্রগ্রোমকে পন্ড করতে ছাত্রদল হঠাৎ করে এরকম মিছিলের আয়োজন করে। ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি নেয়া হলে ছাত্রদল সটকে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ছাত্রদলের মিছিলে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ হাসান মামুন। তিনি গৌরনদী ডটকমকে বলেন ছাত্রদলের শান্তিপূর্ন মিছিলে ছাত্রলীগ ক্যাডারদের হামলার ঘটনাটি ন্যাক্কারজনক। ছাত্রলীগ সহবস্থানের রাজনীতিতে বিশ্বাসী নয়।