বরিশালে শুরু হলো বিভাগীয় পথ নাট্যেৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আজ ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ পথ নাট্যেৎসব পরিষদ।

বরিশাল সরকারী ব্রজমোহন কলেজ উদ্যানের মুক্তমঞ্চে বুধবার দুপুর ১২ টায় এ উৎসবের উদ্বোধন করেন কলেজের বর্তমান অধ্যক্ষ ড. ননী গোপাল দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মোঃ হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পথ নাট্যেৎসব উদযাপন পরিষদের আহবায়ক মিন্টু কর।

নাট্য উৎসবে ব্রজমোহন থিয়েটার, পিরোজপুর জেলার পিরোজপুর নাট্যচক্র, বরিশালের সনাক ইয়েস গ্রুপ, বানারীপাড়া নতুন মুখ খেলাঘর আসর, বরিশাল সংস্কৃতি পরিষদ, বাবুগঞ্জ উত্তরন সাংস্কৃতিক সংঘ, বরিশাল উত্তোরন, বিশ্ব সাহিত্য কেন্দ্র আঞ্চলিক শাখা , বরিশাল থিয়েটার, ভোলা জেলার ভোলা থিয়েটার ,বরিশাল উদীচী, বঙ্গবন্ধু শিশু কিশোরমেলা, বরগুনা জেলা বরগুনা থিয়েটার অংশ গ্রহন করবে।

পথ নাট্যেৎসবে নাটকের পাশাপাশি রয়েছে আলোচনা সভা, নৃত্য ও সংগীত পরিবেশন। উৎসবের প্রথম দিনে রয়েছে নাটক ‘আদাব’ পরিবেশনায় ব্রজমোহন থিয়েটার, ‘ওদের বিচার হবেই’ পরিবেশনায় পিরোজপুর নাট্যচক্র, ও ‘গন জাগরন’ পরিবেশনায় সনাক – ইয়েস গ্রুপ ।