কর্তৃপক্ষের উদাসিনদায় অর্ধ কোটি টাকার কৃষি মেশিনারী যন্ত্রাংশ ধ্বংস

কৃষি মেশিনারী যন্ত্রাংশ রক্ষনাবেক্ষনের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, বিপি জেবিএস এইচএসপি প্রকল্পের আওতায় ১০টি পাওয়ার পাম্প, ১২ টি পাওয়ার টিলার, কৃষি পুনর্বাসন ও উপজেলা পরিষদের আওতায় ৯ টি ইয়ানমার পাওয়ার পাম্প, ১৫ টি মিটস্যুবিসি পাওয়ার পাম্প, ৪ টি ডেডং পাওয়ার পাম্প, ২ টি লিষ্টার এমটি পাওয়ার পাম্প, ৩টি ডেডং পাওয়ার টিলার ও ২ টি সাইফেন পাওয়ার টিলারসহ কৃষি মেশিনারী ও যন্ত্রাংশ রক্ষনাবেক্ষনের অভাবে বছরের পর বছর ধরে অকেজো অবস্থায় পরে থাকায় ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারের এ মূল্যবান সম্পদ নষ্ট হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তাওফিকুল আলম সাংবাকিদদের জানান, এ মেশিন ও যন্ত্রাংশ গুলো ১৯৮৫ সালে কৃষি উন্নয়নের জন্য এ উপজেলায় বরাদ্ধ করা হয়েছিল। এ সকল মেশিন ও যন্ত্রাংশ রক্ষনাবেক্ষনের জন্য উপজেলা কৃষি অধিদপ্তরের নিজস্ব কোন ভবন নেই। বিএডিসির পরিত্যক্ত ভবনে কোন রকম এ যন্ত্রাংশ রাখা হয়েছে। বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পরে এ মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। বিদেশে তৈরি বেশি দামের মেশিন গুলো মেরামতের জন্য বাংলাদেশে কোন পার্টস পাওয়া যাচ্ছে না তাই এ গুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিছু মেশিন মেরামত যোগ্য হলেও মেরামত খরচ অনেক বেশি পরে যাচ্ছে এবং বারবার মেরামত করাতে হচ্ছে। তাই এগুলো মেরামত না করিয়ে নতুন ক্রয় করাই ভাল। কারন বারবার মেরামতের জন্য কৃষকরা এগুলো ব্যবহারে আগ্রহ হারিয়ে ফেলে। মূল্যবান এ কৃষি মেশিন ও যন্ত্রাংশগুলো সঠিকভাবে রক্ষনাবেক্ষনের জন্য কয়েকবার লিখিতভাবে উপজেলা ও ঝালকাঠি জেলা প্রশাসককে জানালেও কোন সুরাহা হয়নি।