শাবিতে বাজেট পরবর্তী জাতীয় ছাত্রদলের বিক্ষোভ

২০১১-১২ অর্থ বছরের বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি কদমতলা থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্তরে এসে এক সমাবেশে মিলিত হয়। শাখা সভাপতি রিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে মিছিলটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক যোগেশ দাশ।  সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটিরসহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাবিপ্রবি শাখার সহ-সভাপতি প্রদীপদত্ত, সহ সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী, অর্থ সম্পাদক কংকন দাস, প্রচারসম্পাদকএস, আর, সজীব। বক্তারা বলেন, বাংলাদেশ একটি নয়া উপনিবেশিক ও আধা সামন্ততান্ত্রিক দেশ হওয়ায়প্রতি অর্থ বছরে প্রণীতবাজেট সাম্ররাজ্যবাদীসংস্থা আই,এম,এফ, বিশ্বব্যাংক ও এডিবি, এর পরামর্শে পেশ করা হয়। যার ফলে এর মধ্যে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন না ঘটিয়ে সারাজ্যবাদীদের স্বার্থ বাস্তবায়নের নির্দেশ থাকে। মহাজোট সরকার জনগণকে আশারবাণী শুনিয়ে ক্ষমতায় আসলেও তাদের প্রণীত প্রতিটি বাজেট গণবিরোধী হওয়ায় আজ দেশের জনগণের অবস্থা খুবই নাজুক। এবারের বাজেটে পিপিপি খাতে বরাদ্দবৃদ্ধি করার মাধ্যমে  শিক্ষাসহ সকল সেবাখাত কেবাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়াও যখন দেশীয় কৃষি ও শিল্পের উন্নয়ন প্রয়োজন তখন গত অর্থ বছরের তুলনায় এবারের বাজেটে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ১২শ কোটি টাকা কমিয়ে দেয়া হয়েছে এবং মোট ব্যয়ের মাত্র ০.৮% রাখা হয়েছে শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে। যার ফলে দেশের কৃষি ও শিল্প ধ্বংসের মুখেপতিত হবে। তাই এবারের প্রণীত ১ কোটি ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার যে বিশালবাজেট তাগণবিরোধী। গণমুখী বাজেট প্রণয়নের জন্য প্রয়োজন জনগণের, রাষ্ট্র ও সংবিধানপ্রণয়ন। বক্তারা এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান।