কারিগরি শাখায় ছাত্রী ভর্তির নামে ভেলকিবাজি

নামে ভেলকিবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খোঁদ কলেজ অধ্যক্ষ মোল্লা মাইনুল ইসলামের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, সম্প্রতি বাকেরগঞ্জ ইসলামিয়া মহিলা কলেজে কারিগরি শাখায় ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে একটি পোষ্টার ছেটে দেয় কলেজ কর্তৃপক্ষ। শুধু তাই নয় ঐ কলেজের শিক্ষক-শিক্ষীকারা ছাত্রীদের বাড়ী বাড়ী গিয়ে ভর্তির নামে তাদের এস.এস.সি পাশের মূল নম্বর ফর্দ অথবা সনদপত্র সংগ্রহ করছে। একটি বিশ্বস্ত সুত্রে জানা যায়, বাকেরগঞ্জ ইসলামিয়া মহিলা কলেজ কারিগরি শাখায় ছাত্রী ভর্তির কোন অনুমোদন পায়নি। তাছাড়া ঐ কারিগরি শাখার অনুমোদন বর্তমানে বন্ধ রেখেছে বোর্ড কর্তৃপক্ষ। তা সত্বেও অধ্যক্ষ মোল্লা মাইনুল ইসলাম তার কলেজে কারিগরি শাখায় ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে ছাত্রীদেরকে ধোঁকা দিচ্ছে।

অপর একটি সুত্র জানায়, কারিগরি শাখায় ছাত্রী ভর্তির নামে তাদের কাগজ পত্র সংগ্রহ করে পরে তাদেরকে সাধারন শাখায় ভর্তি দেখানো হবে। এ ঘটনায় অধিকাংশ ছাত্রীদের অভিভাবকগন অধ্যক্ষ মোল্লা মাইনুলের ওপর ক্ষুদ্ধ ও হতাশ। অধ্যক্ষ মোল্লা মাইনুলের সাথে এ ব্যাপারে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী এ ব্যাপারে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।