৭ দিন পর দুবাই প্রবাসী গৌরনদীর যুবকের লাশ দেশে ফিরেছে

বরিশালের গৌরনদী উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামের দুবাই প্রবাসী শাহে আলম আকনের লাশ এনজিও ব্র্যাকের সহায়তায় ৭ দিন পর বুধবার রাতে দুবাই থেকে দেশে ফিরেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়।

জানা গেছে, গত ৩১ মার্চ রাতে কর্মস্থলে বসে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহে আলম আকন (৪৫) মৃত্যুবরন করেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম শাহে আলমের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধ পিতা আজিজ আকন বাকরুদ্ধ হয়ে পরেন। মৃত শাহে আলমের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে ব্র্যাকের নিরাপদ বিদেশ গমন সহায়তা প্রকল্পের গৌরনদী অফিসে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে ব্র্যাক কর্মকর্তারা জনশক্তি ব্যুরোর সহয়তায় প্রবাসী শাহে আলমের লাশ সাত দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়। বুধবার রাতে শাহে আলমের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে। উল্লেখ্য, মৃত শাহে আলম সাড়ে তিন বছর যাবৎ দুবাইতে চাকুরীরত ছিলেন।