ধসে গেছে নয়াভাঙ্গুলী নদীর নির্মাণাধীন ব্রীজের সংযোগ সড়ক

ওপর নির্মানাধীন ব্রীজের পূর্ব অংশের নতুন সংযোগ সড়কটি ধসে গেছে। সদ্য নির্মিত ঐ সংযোগ সড়কে কাচামাটি থাকায় তা স্রোতের টানে বিলীন হয়ে গেছে। মুলাদী উপজেলা সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র গতকাল ক্ষতি গ্রস্ত সড়ক পরিদর্শন করে জানান, এপ্রোচ সড়কের গাইডওয়াল না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ব্রীজের ঠিকাদার হারুন অর রশিদ খান জানান, এলজিইডি সেতু নির্মাণ প্রকল্পে সংযোগ সড়কের গাইড ওয়াল অন্তর্ভূক্ত না থাকায় তিনি শুধুমাত্র মাটি ফেলে নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। এখন তাকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। গাইডওয়াল ব্যতিত পুনরায় সংযোগ সড়ক তৈরী করেও আর কোনো লাভ হবে না বলে প্রকৌশলীরা জানান। নতুন সংযোগ সড়কের সাথে গাইডওয়াল অন্তর্ভূক্ত না করলে পুনরায় ক্ষতির সম্মুখীন হতে হবে।