বিআইএইচটি’র শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

অব হেলথ এন্ড টেকনোলজীর শিক্ষার কার্যক্রম। গতকাল শনিবার মেয়র শওকত হোসেন হিরন ইনস্টিটিউটের প্রথম অনুষদের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিভিল সার্জন ডাঃ অনিল চন্দ্র দত্তের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল রশিদ, জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান, বিএমএ সভাপতি ডাঃ ইসতিয়াক হোসেন, ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ কামরুল হাসান সেলিম, ডাঃ মাকসুদুল হক, ডাঃ আতাউর রহমান চুন্নু প্রমুখ।

৭টি বিষয়ে ৩২৭জন শিক্ষার্থী ভর্তি করার পর গতকাল থেকে এ ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু হলেও শিক্ষা উপকরনসহ নানা সমস্যায় জর্জরিত।
উল্লেখ্য, ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর ১৬ কোটি টাকা ব্যয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ কম্পাউন্ডে ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজী ভবন নির্মান কাজ সম্পন্ন হয়। কিন্তু নানা জটিলতার কারনে এর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।