কালকিনিতে আজ ভোট গ্রহন চলছে – সর্বত্র আতংক

ভোট গ্রহন চলছে। ভোট গ্রহনকে কেন্দ্র করে সকালে মহব্বত আলী সরদার (৬০) নামের এক বৃদ্ধকে ঘর থেকে বের করে কুপিয়ে হত্যা করা হয়েছে ও ভোটারদের মধ্যে আতংক ছড়াতে সারারাত দুই শতাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। সকাল ৮টায় একযোগে ১৪৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। হত্যা ও বোমার বিস্ফোরণের ঘটনায় সর্বত্র তীব্র আতংক বিড়াজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চরদৌলত খাঁ ইউনিয়ননের নতুন চরদৌলত খাঁ গ্রামে শনিবার রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত প্রর্যন্ত চেয়ারম্যান প্রার্থীদ্বয় সরদার মোঃ আবদুল মান্নান ও চানমিয়া সিকদারের সমর্থকেরা প্রায় দুই শতাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে চারপাশের এলাকায় আতংক ছড়িয়ে। রবিবার সকাল সাড়ে ৫টায় নতুন চরদৌলত খাঁ গ্রামের মহব্বত আলী সরদারকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ঘর থেকে বের করে পাশ্ববর্তী ফসলী জমিতে নিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। স্থানীয়রা মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় সরদার মোঃ আবদুল মান্নানের লোকজন স্থানীয় মাষ্টার ফজলূর রহমান স্বল্প ব্যয়ী প্রাথমিক বিদ্যালয়, নতুন চরদৌলত খাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ডিমচর সরকারী প্রাথমিক বিদ্যলয়ে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী চানমিয়া সিকদারের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

উল্লেখ্য, উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ৮৬জন, সাধারণ সদস্য পদে ৪৪৯জন ও মহিলা সংরক্ষিত পদে ১৬৫জন প্রার্থী জনপ্রতিনিধি হওয়ার জন্য ভোট যুদ্ধে নেমেছেন। আজ ১৪৩টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে র‌্যাব, পুলিশ ও আনসার-ভিডিপির সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহীন মন্ডল বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। লাশ উদ্ধার করে আপাততঃ থানায় রাখা হয়েছে। অপ্রিতিকর অবস্থা মোকাবেলায় ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।