গৌরনদীতে যৌণ হয়রানীতে – বখাটেদের কারাদন্ড

এক ছাত্রীকে যৌণ হয়রানীর অভিযোগে গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত এক বখাটের ৩ মাসের কারাদন্ড ও দু’বখাটের ২ হাজার টাকা করে জরিমানা করেছে।

উপজেলার আধুনা গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দিন মোল্লা জানান, তার কন্যা স্কুল ছাত্রী নাহিদাকে স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছিলো সিংগা গ্রামের এসকেন্দার সরদারের বখাটে পুত্র টিপু সরদার (২০), তার সহযোগী শৌলকর গ্রামের আজাহার হাওলাদারের পুত্র টিপু হাওলাদার (১৯) ও একই গ্রামের নয়ন রাঢ়ী (২০)। শনিবার বিকেলে স্কুল ছুটির পর নাহিদা বাড়ি ফেরার পথিমধ্যে আধুনা-চন্দ্রহার রাস্তার মোড়ে পৌঁছলে বখাটেরা তার পথরোধ করে পূর্ণরায় নানা ধরনের উত্যক্ত শুরু করে। এসময় নাহিদার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটেদের আটক করে গণধোলাই দিয়ে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে সোর্পদ করে। পুলিশ রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে সোর্পদ করে। ম্যাজিষ্ট্রেটের কাছে বখাটেরা তাদের দোষ স্বীকার করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট বখাটে টিপু সরদারকে তিন মাসের কারাদন্ড ও বখাটে নয়ন রাঢ়ী, টিপু হাওলাদারকে দুই হাজার করে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন উল্লেখিত বিচারের রায়ের সত্যতা স্বীকার করেছেন।