ফসল ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি-পাঁচ গ্রামের নিম্মাঞ্চল প্লাবিত

প্রত্যন্ত বাগধা ডিগ্রী কলেজ সংলগ্নস্থানের ভেড়িবাঁধ ভেঙ্গে ওই এলাকার ৫ টি গ্রামের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে ওইসব এলাকার মৎস্য ঘের ও উপসি আউশ-আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাগধা গ্রামের ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, শনিবার রাতের ভারী বর্ষণে বাগধা কলেজ সংলগ্ন স্থানের সাতলা-বাগধা সেচপ্রকল্পের ভেড়ি বাঁধ ভেঙ্গে যায়। ফলে আমবৌলা, নারায়নখানা, কালারবাড়ি, শুয়াগ্রাম, করাইলবিল গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়। এতে ওইসব এলাকার উপসি আউশ-আমন ধান তলিয়ে যায়। এছাড়াও ওইসব এলাকার মৎস্য ঘের তলিয়ে গিয়ে কৃষকদের অপূরনীয় ক্ষতিসাধিত হয়েছে।

অপরদিকে আষাঢ় মাসের শুরু থেকে অদ্যবর্ধি ভাড়ি বষর্ণে গৌরনদী পৌর সদরসহ উপজেলার খাঞ্জাপুর, সরিকল ও বার্থী ইউনিয়নের নিম্মাঞ্চল তলিয়ে এসব এলাকার মৎস্য ঘেরসহ উপসি আউশ-আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাড়ি বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ গৌরনদী বিভিন্ন এলাকার রাস্তা ঘাটসহ বরিশাল-ঢাকা মহাসড়কটি। মহাসড়কের বরিশাল থেকে গৌরনদীর ভূরঘাটা পর্যন্ত সড়কের বিভিন্নস্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার স্বীকার হচ্ছে।