রাজাপুরে এক দিনের ব্যবধানে দুটি হত্যা

হত্যা সংগঠিত হয়েছে। রোববার সকালে রাজাপুর থানা পুলিশ উপজেলার মধ্য কানুদাসকাঠি এলাকার খলিফা বাড়ির সামনে থেকে মটর সাইকেল চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজাপুর থানার এসআই আ: হালিম তালুকদার জানিয়েছে, সিরাজুল ইসলাম (২৬) নামের মটর সাইকেল চালকের জবাই করা লাশ  উদ্ধার করা হয়। এছাড়া শনিবার বিকেলে রাজাপুরের ডহরশংকর গ্রাম থেকে রেহানা বেগমের (৩২) লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার মো: মজিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ আরো জানায়, সিরাজুল ইসলাম ঝালকাঠি শহরের লঞ্চঘাট ভেরিবাঁধ এলাকার আবুল হোসেনের পুত্র। সে ভাড়ায় মটর সাইকেল চালাত। ঘটনাস্থল থেকে মটর সাইকেলের হেলমেট ও একটি কেস স্লিপ উদ্ধার করা হয়। ঐ কেস শ্লিপের সূত্রধরে পুলিশ তাকে শনাক্ত করে। পুলিশের ধারনা শনিবার গভীর রাতে ছিনতাইকারীরা তাকে জবাই করে মটর সাইকেল নিয়ে যায়।

এদিকে শনিবার দুপুরে উপজেলার ডহরশঙ্কর গ্রামে ডোবা থেকে রেহেনা বেগম নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, রেহানা বেগমের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর বলা যাবে মৃতের রহস্য।