খেলতে নিষেধ করায় সিলগালা করে তালা দিয়েছে বহিরাগতরা

করে তালা ঝুলিয়ে পাঠ দান ব্যহত করার অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ অভিভাবক  ও ছাত্র-ছাত্রীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। গতকাল দুপুরেই ম্যানেজিং কমিটি এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় ছাত্রসহ বহিরাগতদের স্কুল কর্তৃপক্ষ খেলতে নিষেধ করলে তারা ক্ষুব্ধ হয়। একারনে বহিরাগত যুবকসহ ছাত্রদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ বহিরাগত যুবক সহ ছাত্ররা গতশনিবার রাতে ওই স্কুলের ৭-৮টি কক্ষে সিলগালাকরে তালা ঝুলিয়ে দেয়। রোববার সকালে ছাত্র-ছাত্রীরা স্কুলে গিয়ে তাদের শ্রেণী কক্ষে তালা দেখতে পেয়ে স্কুলের শিক্ষকদের জানান। স্কুলে তালা দেয়ার ঘটনা ছড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রী সহ সাধারণ অভিভাবকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। রোববার দুপুরেই স্কুলের ম্যানেজিং কমিটির এক জরুরী সভা স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র বাড়ৈ সাংবাদিকদের জানান, ৩/৪টি কক্ষে বহিরাগত যুবকরা তালা ঝুলিয়ে দিয়েছে।