বরিশালের আবহাওয়া স্বাভাবিক, পানি নেমে গেছে

রোববার সকাল থেকে সকল ধরনের নৌযান চলাচল শুরু করেছে। কমতে শুরু করেছে নদনদীর পানি।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, টানা বর্ষন ও পূর্নিমার জো’র কারনে বৃহস্পতিবার থেকে নদীর পানি বাড়া শুরু হয়। অঝোরে ঝরতে থাকে বৃষ্টি।  

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হাসান হাবিবুর রহমান জানান, নিম্নচাপের প্রভাব কেটে গেছে। বাতাসের আদ্রতা কম থাকায় একটু গরম অনুভুত হচ্ছে। বাতাসের গতি স্বাভাবিক হয়েছে।

এছাড়া নদী বন্দর এলাকার সতর্ক সংকেত তুলে নেয়া হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রগ্রাফী বিভাগের গেইজ রিডার শহিদুল ইসলাম জানান, নদীর পানির চাপ কমে স্বাভাবিক হয়েছে।  

বরিশাল বিআইডবি¬উটিএ’র নৌ ট্রাফিক পরিদর্শক সোহরাব হোসেন জানান, সকাল সাড়ে ৯টার পর সংকেত ১ নম্বরে নিয়ে আসা হয়। এরপর থেকে সকল ধরনের নৌ-যান চলাচল শুরু করেছে।

বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের কন্টোল রুম থেকে জানানো হয়, জেলার উজিরপুর, বানারীপ্ড়া, বাকেরগঞ্জ, সদর, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চল জেগে উঠেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা হয়নি বলে কন্টোল রুম থেকে জানিয়েছে।