পয়সারহাট ব্রীজের উপরে রোমিওদের উৎপাত

উপরে রোমিওদের উৎপাত। অভিনব কায়দায় একটিচক্র ছিনতাই কাজে সক্রিয়। রোমিওদের ভয়ে ব্রীজে ঘুরতে যাচ্ছে না অনেকেই। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সিমান্তবর্তী পয়সারহাট নদীর উপরে নির্মিত পয়সারহাট সেতু। কোটালীপাড়া ও আগৈলঝাড়া উপজেলায় বিনোদনের কোন জায়গা না থাকায় গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ সারাদিনের কর্মব্যস্ত শেষে ক্লান্তি দুরকরতে একটু আনন্দ উপভোগের  জন্য বিকেল হলেই পয়সারহাট সেতুর উপরে ঘুরতে আসে। অনেক সময় দেখা যায়  দুর-দূরান্ত থেকে বেড়াতে আসা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের নিয়ে পয়সারহাট নদীর উপর সেতুতে সময় কাটাতে আসেন। ঘুরতে আসা আত্মীয়-স্বজনরা রমিওদের হাতে লাঞ্চিত ও অভিনব কায়দায় ছিনতাইয়ের শিকার হয়। অনেক সময় নতুন মুখের বন্ধু-বান্ধবীরা একত্রে ঘুরতে এলে ওই সক্রিয় রমিও দলটি বন্ধু-বান্ধবীদের আটক করে মিথ্যা অপবাদ দিয়ে। তাদের সাথে থাকা টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসেট ছিনিয়ে নিয়ে এবং তাদেরকে লাঞ্চিত করে ওই রমিও দলটি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্রে জানগেছে, প্রতিনিয়ত ছিনতাই ও ছেলে-মেয়েরা একসাথে ঘুরতে এলে তাদেরকে আটক করে বিভিন্ন নেতাদের নাম ভাঙ্গিয়ে তাদের প্রতিনিধি সেজে, অনেক সময় পুলিশের পরিচয়ে  ভয়ভিতি দিয়ে প্রতিনিয়ত অভিনভ কায়দায় ছেলে-মেয়েদের সাথে থাকা জিনিসপত্র ছিনতাই করে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। অহরহ ছিনতাইয়ের ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ার কারনে অনেকেই এখন নদীর উপরে ব্রীজে ঘুরতে আসছে না। তাই স্থানীয় ও ভুক্তভোগীরা এ প্রতিকার চেয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।