ভর্তি কোটা বৃদ্বির দাবিতে ঝালকাঠি সরকারী কলেজে তালা

সোমবার ভর্তি বঞ্চিত ছাত্ররা বিশ্ব রোড কলেজ মোড় সড়ক অবরোধ এবং কলেজের প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। বেলা ১২ টা ৪৫ মিনিট থেকে প্রায় এক ঘন্টা এ আন্দোলনের পাশাপাশি ভর্তি কোঠা বৃদ্ধির দাবিতে ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাস এলাকায়। শেষ পর্যন্ত পুলিশের সহযোগীতায় মোবাইলে স্থানীয় এমপি আমির হোসেন আমু আশ্বস্থ করলে ছাত্ররা অবরোধ উঠিয়ে নেয়। আগামী দুদিনের মধ্যে এ দাবি পূরন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী নেয়া হবে বলে জানিয়েছে ছাত্ররা ।

এব্যাপারে ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর নূরুল আমিন সাংবাদিকদের জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কোঠার বেশি ছাত্র ভর্তি করা যাবে না। যদি করা হয় তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাই আমার কিছুই করার নেই। তিনি আরো জানান, এইচএসসির ভর্তি কোটায় এবার বিজ্ঞান, মানবিক এবং বানিজ্য বিভাগে ১৫০ জন করে কোটা নির্ধারিত আছে। কিন্তু আবেদন আছে অনেক বেশী। তাছাড়া কোটা বৃদ্ধির কথা জানিয়ে গত ১৪ মে বোর্ডের চেয়াম্যানকে অবগত করেছিলাম। তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোন রেসপন্স পাইনি। অপরদিকে বিক্ষুদ্ধ ছাত্ররা জানিয়েছে আমরা আমাদের জেলার কলেজে ভর্তি হতে না পারলে অন্য জেলায় গিয়ে পড়াশুনার খরচ কে দেবে। অধ্যক্ষের সাথে এব্যাপারে আমরা বার বার যোগাযোগ করেও কোন সুফল না পাওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।

ভর্তি উপেক্ষিত ছাত্ররা জানায় সামান্য কোটার কারনে ৩.৪৪ থেকে ৫৬ পয়েন্ট পাওয়া ছাত্ররাও এ কলেজে ভর্তি থেকে উপেক্ষিত হচ্ছে। বর্তমানে ৭৮০ টি ভর্তি ফরম জমা নেয়া হলেও কোটানুযায়ী ভর্তি করা হয়েছে অর্ধেকেরও কম। আগামী দুদিনের মধ্যে যদি কোটা বৃদ্ধি করা না হয় তা হলে নতুন কর্মসূচী ঘোষনা করে আন্দোলন শুরু হবে।