ঝালকাঠিতে টিআইবি’র থিয়েটার ওয়ার্কশপ

সোমবার টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে তিন দিনব্যাপী ‘থিয়েটার ওয়ার্কশপ’ শুরু হয়েছে। সনাকের যুগ্ম-আহ্বায়ক ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করাসহ ওয়ার্কশপ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সনাক সদস্য কামরুন্নেসা আজাদ রুবি, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের প্রোগ্রাম অফিসার তৌফিকুল ইসলাম ও প্রোগ্রাম এসোসিয়েট কমলেন্দু গুহ এবং নাট্যকর্মী বিথী মন্ডল, ফারজানা আক্তার সাথী ও মোঃ রুহুল আমিন বক্তৃতা করেন। ধানসিড়ি মহিলা ক্লাব মিলনায়তনে আয়োজিত এ ওয়ার্কশপে ৬ নারীসহ মোট ২৫ জন যুবনাট্যকর্মী অংশ নিচ্ছে। দুর্নীতিবিরোধী নাটক মঞ্চায়নের বিষয়ে তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।