জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ

জনতা ব্যাংক ব্যবস্থাপক, কীর্ত্তিপাশা ইউপি চেয়ারম্যান আঃ রহিমসহ ৬ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঝালকাঠি সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস শুক্কুর মোল্লার দেওয়ানী মোকদ্দমা নং ৯৩/২০১১ দায়ের করা মামলায় বিবাদীগনকে আদালত নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

বাদী তার মামলায় উল্লেখ করেন, ২০০৯-১০ অর্থ বছরে কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ এলজিএসপি প্রকল্পের আওতাভুক্ত হয়। বাদী চেয়ারম্যান থাকাকালীণ সময়ে তার সভাপতিত্বে ২০১০-১১ অর্থ বছরে প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে ৯ ফেব্রুয়ারি ২০১১ তারিখে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনপ্রতিনিধি, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সভা  করেন। সভায় সর্বসম্মতিক্রমে উক্ত অর্থ বছরে প্রকল্পটি জনস্বার্থে বাস্তবায়নের উদ্দেশ্যে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশক্রমে ঝালকাঠির জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন করা হয়। কিন্তু বর্তমান চেয়ারম্যান বেআইনীভাবে নতুন প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করার পাঁয়তারা করছেন। যা ব্যাপক জনগোষ্ঠির জনস্বার্থ বিরোধী।