তিন দিনের ভারী বর্ষনে বরিশালে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

৫ হাজার ৪৮৮ হেক্টর জমির আবাদী ফসল পানিতে তলিয়ে গেছে। এ কারনে চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় আউশ, আমন, পেপে, পান, শাক-সবজির চাষাবাদ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হতে পারে জানিয়েছে বরিশাল আঞ্চলিক কৃষি অধিদপ্তর।

গত ১৬ জুন থেকে ১৮ জুন পর্যন্ত টানা ৩ দিনের ভারী বর্ষণে নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে ৩৭ হাজার ২৩৭ হেক্টর জমির মধ্যে ৫ হাজার ৪৮৮ হেক্টর জমির ফসল তলিয়ে যায়। এর মধ্যে সদর উপজেলার ৫ হাজার ৭২০ হেক্টর জমির ২৫১ হেক্টর তলিয়ে গেছে। এতে আউশ ২০০ হেক্টর, আমন বীজতলা ১ হেক্টর এবং শাক-সবজির আবাদকৃত জমি রয়েছে ৫০ হেক্টর। 

বাবুগঞ্জ উপজেলার ১ হাজার ২০২ হেক্টর জমির ১৬০ হেক্টর তলিয়ে গেছে। এর মধ্যে আউশ ১০০ হেক্টর, আমন বীজতলা ৫০ শতাংশ এবং শাক-সবজির আবাদকৃত জমি রয়েছে ৬০ হেক্টর। 

উজিরপুর উপজেলার ৭২৭ হেক্টর জমির ১০৬ হেক্টর ১২৫ শতাংশ তলিয়ে গেছে। এর মধ্যে আউশ ৬০ হেক্টর, আমন বীজতলা ১২৫ শতাংশ এবং শাক-সবজির রয়েছে ৪৬ হেক্টর। 

বাকেরগঞ্জ উপজেলার  ১৭ হাজার ২৬৩ হেক্টর জমির ৪ হাজার ৯০ হেক্টর ১২৫ শতাংশ তলিয়ে গেছে। এর মধ্যে আউশ ৪ হাজার  হেক্টর, আমন বীজতলা ১২৫ শতাংশ এবং শাক-সবজির আবাদকৃত জমি রয়েছে ৯০ হেক্টর। 

গৌরনদী উপজেলার ৮১৩ হাজার হেক্টর জমির ৫২ হেক্টর তলিয়ে গেছে। এর মধ্যে আউশ ২০ হেক্টর, আমন বীজতলা ২৫ শতাংশ এবং শাক-সবজির আবাদকৃত জমি রয়েছে ৩২ হেক্টর। 

আগৈলঝাড়া উপজেলার ১ হাজার ২০২ হেক্টর জমির ১৬০ হেক্টর তলিয়ে গেছে। এর মধ্যে আউশ ১০০ হেক্টর, আমন বীজতলা ৫০ শতাংশ এবং শাক-সবজির আবাদকৃত জমি রয়েছে ৬০ হেক্টর।

এছাড়াও বরিশাল বিভাগের ৬টি জেলার ৪০ উপজেলার প্রায় ৪৯ হাজার ৫শ’ ৯১ হেক্টর ১২৩ শতংশ জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পিরোজপুরে জেলায় ২ হাজার ২০৯ হেক্টর, ঝালকাঠী জেলায় ১৭ হাজার ৭৪১ হেক্টর, পটুয়াখালী জেলায় ২৩ হাজার ২২ হেক্টর, বরগুনা জেলায় ৪৭০ হেক্টর এবং গোপালগঞ্জ জেলায় ৬৬৫ হেক্টর ফসলি জমি রয়েছে।