স্থানীয় প্রশাসন অবহিতকরন তিন দিন ব্যাপী কর্মশালার সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠান গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর । বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল, গৌরনদী উপজেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ কবির উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, মৎস্য অফিসার প্রনব কুমার, ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন মিলন, কৃঞ্চ কান্ত দে, মোঃ আকতার হোসেন প্রমূখ। শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।