সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না

সন্ত্রাস, মাদক ও বখাটে মুক্ত সমাজ গঠন করতে হলে যুব সমাজসহ জনপ্রতিনিধি ও সমাজ উন্নয়ন কর্মীদের এগিয়ে আসতে হবে। চাহিদার চেয়ে সারাদেশে পুলিশ সদস্যদের সংখ্যা খুবই কম। তাই আইন শৃংখলা বজায় রাখতে পুলিশকে শত্রু না ভেবে জনগনের বন্ধু হিসেবে ভাবতে হবে। বুধবার বিকেলে বরিশালের গৌরনদীতে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন বরিশালের ডিআইজি ডাঃ আব্দুর রহিম।

গৌরনদী থানা পুলিশের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইদুল ইসলাম-পিপিএম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম প্রমুখ। সভার শুরুতে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, ইমামসহ সুধী সমাজের নেতৃবৃন্দরা আইন শৃংখলা উন্নয়নে প্রধান অতিথির কাছে সরাসরি প্রশ্ন করেন। তাৎক্ষনিক প্রধান অতিথি তাদের প্রশ্নের জবাব দেন।