গৌরনদীতে ওসির গুনগানে মুখরিত অডিটোরিয়াম

সমাজের নেতৃবৃন্দদের উপস্থিতিতে বুধবার বিকেলে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা। গৌরনদী থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি ডাঃ আব্দুর রহিম। পুরো অনুষ্ঠানে উপস্থিত সুধীজনেরা বিভিন্ন দিক নিয়ে প্রধান অতিথির কাছে সরাসরি প্রশ্ন করেন। তাৎক্ষনিক প্রধান অতিথি প্রশ্নের জবাব দেন। সুধীজনদের পুরো বক্তব্যেই ছিলো “এককালের সর্বহারা, জঙ্গী হিজবুত তওহীদ অধ্যুষিত, মাদকের স্বর্গরাজ্য ও সন্ত্রাসের জনপথ বলেখ্যাত গৌরনদীতে এখন বইছে শান্তির সু-বাতাস। আর এ শান্তির সু-বাতাস বইয়ে এনেছেন গৌরনদী থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম। তিনি গৌরনদী থানায় যোগদানের পর পরই শত ব্যস্ততার মাঝেও নিজেই বিভিন্ন অভিযান পরিচালনা করে গৌরনদী থেকে সন্ত্রাস, জঙ্গী, সর্বহারা, বখাটে ও মাদক মুক্ত করেছেন। আর এ সবের জন্য তিনি থানার প্রত্যন্ত এলাকাসহ প্রত্যেকটি স্কুল-কলেজ ও হাট-বাজারে মতবিনিময় সভা করে উল্লেখিত বিষয়ে তিনি জেহাদ ঘোষনা করেছেন। স্বল্প দিনেই তিনি সকল কর্মকান্ড পরিচালনায় সফলতাও অর্জন করেছেন। শুধু আইন শৃংখলা উন্নয়নেই ওসির কর্মকান্ড থেমে থাকেনি তিনি (ওসি) নিজ উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া গৌরনদী ৩০টি ইরি-ব্লকও চালু করেছেন। মতবিনিময় সভা চলাকালীন প্রত্যেক বক্তার বক্তব্যেই ছিলো শুধু ওসি নুরুল ইসলাম-পিপিএম’র গুনগান। একটি পর্যায়ে ওসির গুনগানে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডিআইজি ডাঃ আব্দুর রহিম বলেন, বৃটিশ সরকারের গঠনকৃত আইনের মধ্যেই এখনো চলছে পুলিশ প্রসাশনের আইন। যে কারনে আমাদের পুলিশ বাহিনী সদস্যদের দেশের উন্নয়নে অনেক ভালো কাজ করার ইচ্ছে থাকলেও আমরা তা করতে পারছিনা। এ আইনের কিছুটা সংশোধ করা হলে আরো ভালো কিছু করা সম্ভব হতো। তিনি আরো বলেন, পুলিশ প্রসাশনের চাহিদার যতোই ঘাটতি থাকুক না কেন আইন শৃংখলার উন্নয়নে জনগনের সহযোগীতা পেলে আমরা আরো ভালো কাছে অগ্রসর হতে পারবো। সন্ত্রাস, মাদক ও বখাটে মুক্ত সমাজ গঠন করতে হলে যুব সমাজসহ জনপ্রতিনিধি ও সমাজ উন্নয়ন কর্মীদের এগিয়ে আসতে হবে। চাহিদার চেয়ে সারাদেশে পুলিশ সদস্যদের সংখ্যা খুবই কম। পর্যায়ক্রমে সে চাহিদা পূরন হবে। আইন শৃংখলার উন্নয়নে পুলিশকে জনগনের বন্ধু হিসেবে ভাবতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইদুল ইসলাম-পিপিএম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, পৌর কাউন্সিলর সাবিনা খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম প্রমুখ।

-খোকন আহম্মেদ হীরা, গৌরনদী ডটকম