শিরি শিশু সাহিত্য কেন্দ্রর কর্মকান্ড প্রশংসনীয়- সিনেটর টনি এভেলা

সাহিত্য কেন্দ্র, নিউইয়র্ক শাখার জমজমাট এক যুগ পূর্তি ও ‘শিরি সে এক মা’ গ্রন্থের প্রকাশনা  উৎসব সাড়ম্বরে পালিত হলো গত ১৯ জুন (রোববার) দুপুর একটায় শিরি’র অন্যতম উপদেষ্টা, সাংবাদিক ও এক্টিভিষ্ট হাকিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং শিরি’র নিউইয়র্ক শাখার অন্যতম উপদেষ্টা, কবি ও লেখক এবিএম সালেহ্উদ্দিনের সার্বিক উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসাবে স্বস্ত্রীক যোগদান করেন মূলধারার ডিষ্ট্রিক -১১ থেকে নির্বাচিত নিউইয়র্ক ষ্টেট সিনেটর টনি এভেলা।

অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম , শিরি শিশু সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রেীয় পরিচালক শিশু সাহিত্যিক হাসানুর রহমান, মানবাধিকার নেতা রতন বড়ুয়া, সাপ্তাহিক ‘বিজয়’ – এর উপদেষ্টা সম্পাদক ও নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের বর্তমান সভাপতি ডাঃ চৌধুরী সারওয়ারুল হাসান, কবি ফকির ইলিয়াস, লেখিকা কুলছুম আক্তার সুমী, কবি তমিজউদ্দিন লোদী, কবি আমিনুর রশীদ পিন্টু, উদয়ন শিল্পী গোষ্ঠীর সবিতা দাস, শিল্পী আকা বাবুল, মিডিয়া ফর হিউম্যানিটির গ্র্যান্ট রাইটিং ইন্টার্ন মিস আবিগেইল হোয়াইট ও কম্যুনিটি একসন ইন্টার্ন মিস মেঘান রিচার্ডস। মূলধারার মিডিয়া ফর হিউম্যানিটি নামের এই সংগঠনটি চাইল্ড ট্র্যাফিকিং সংক্রান্ত একটি সংস্থা। তারা বাংলা শিশু সাহিত্য ্র সংস্কৃতির উন্নয়নে কাজ করার প্রশংসায় শিরি শিশু সাহিত্য কেন্দ্র, নিউইয়র্ক শাখাকে একটি সাইটেশন প্রদান করেন।

অনুষ্টানে অতিথিদের মধ্যে উপস্থিত হয়ে আর ও চৌধুরী, শিল্প দম্পতি সাকিনা ডেনী ও সহিদুল সরকার, কবি ফকীর সেলিম, ‘গাঙচিল’ – এর সাধারণ সম্পাদক নিলুফার রেজা পারভীজ, মেজর (অবঃ) কামরুল, সাফায়েত উল্লাহ, জালালাবাদ এসোসিয়েশনের দুই সাবেক সাধারণ সম্পাদক মিছ্বাহ মজিদ ও মঈনুল হক চৌধুরী হেলাল, ডাঃ হেলেন রায়, শিল্পী রেজাউল করিম চৌধুরী, শেখ নাসের রিজভী (সিপি), শিফ্তী হাসান (বাপ্পা), ডাঃ নাসিফা রহমান, শিল্পী রাজীব রহমান, জাহাংগীর কবীর, আবু শোয়েব প্রমুখ এবং ইয়াসমীন রশীদ।

শিরি’র নিউইয়র্ক শাখার মুখ্য পরিচালক পারভীন রহমান উপস্থিত সুধীজনদের স্বাগত জানান। সংগঠনের প্রাতিষ্ঠানিক সংগীত ‘শিরি তুমি যে মা’ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে অংশগ্রহণ করে ছোউমনি কারিশমা, সাবরিনা, ইউসা, নাভিদ, রামিসা, অর্চি এবং পারভীন রহমান নিজে। শিরি শিশু সাহিত্য কেন্দ্রের অধিছাত্রী মা দৌলতুন নেসা শিরি এবং বাহান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ অভ্যুক্ষন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিটকাল নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানেরন মূল আকর্ষন ছিল ‘শিরি সে এক মা” গ্রন্থে উপস্থিত ছিলেন তাদের স্বরচিত ছড়া-কবিতা পাঠ। এঁরা হলেন – ফকির ইলিয়াস, তমিজউদ্দীন লোদী, এবিএম সালেহ্ উদ্দীন, অবিনাশ চন্দ্র আচার্য, আকা বাবুল, আমিনুর রশীদ পিন্টু, ইভান চৌধুরী, কুলছুম আক্তার সুমী, জুলি রহমান, নিখিল কুমার রায়, মেহের চৌধুরী, শামীম আরা আফিয়া, সাকিনা ডেনী, সহিদুল সরকার ও সাঈদা আখতার রেজভীন। গ্রন্থটির মূল আলোচক ছিলেন কবি ফকির ইলিয়াস, লেখিকা কুলছুম আক্তার সুমী ও কবি তমিজ উদ্দীন লোদী। এঁদের জ্ঞানগর্ভ আলোচনা দর্শক-শ্রোতাদের মোহিত করে। সংগীত পরিবেশন করেন পারভীন রহমান ও রাজীব রহমান। শিরি শিশু সাহিত্য কেন্দ্রের অন্যতম সুহৃদ শেখ নাসেরা রিজভী (িিসপি) ‘বাবা দিবস’ উপলক্ষে একটি সুবৃহৎ কেক নিয়ে আসেন এবং অনুষ্টানের এক পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার পর তা’ অতিথি অভ্যাগতদের মাঝে পরিবেশিত হয়। অনুষ্ঠানে ২০০৩ সনে প্রবাসে প্রকাশনা ক্ষেত্রে অবদানের জন্যে প্রকাশক এ বি এস সালেহউদ্দীনকে এবং ২০০৪ সনে প্রবাসে যৌথভাবে সংগীতে অবদানের জন্যে শিরি এওয়ার্ডপ্রাপ্ত ও সনদপত্র হস্তান্তর করা হয়।

প্রধান অতিথি সিনেটর টনি এভেলা তাঁর ভাষনে বলেন, “দীর্ঘ বারো বছর যাবত শিরি শিশু সাহিত্য কেন্দ্রের নিউইয়র্ক চ্যাপ্টার বাংলাদেশী-আমেরিকান সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে চলেছে এবং এটি একটি বাংলাদেশ-আমেরিকান সংগঠন যা একযোগে বাংলাদেশ ও আমেরিকায় বাংলা শিশু সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করে থাকে। তদুপরি বাংলাদেশের খ্যাতনামা কবি ও শিশু সাহিত্যিকদের লেখা সম্বলিত ‘শিরি সে এক মা’ নামে একটি সংকলন গ্রন্থ তারা প্রকাশ করেছে। নিউইয়র্ক ষ্টেট সিনেট গত ১৪ জুন, ২০১১ ইং তারিখে পাশকৃত একটি সংসদীয় সিদ্ধান্তে প্রশংসনীয় কর্মকান্ডের জন্যে শিরি শিশু সাহিত্য কেন্দ্র, নিউইয়র্ক চ্যাপ্টারকে স্বীকৃতি প্রদান করছে।” তুমুল করতালির মধ্যে সিনেটর টনি এভলা শিরি শিশু সাহিত্য কেন্দ্র, নিউইয়র্ক শাখার জন্যে আনীত প্রক্লেমেশন অনুষ্ঠানে কেন্দ্রের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। বিশেষ অতিথি এম এ সালাম বলেন, “বাংলাদেশের ও প্রবাসের মোট ১০৪ জন কবি, ছড়াকার ও শিশু সাহিত্যিকদের লেখা সমৃদ্ধ ‘শিরি সে এক মা’ মাতৃবন্দনামুলক গ্রন্থটি বাংলা শিশু-কিশোর সাহিত্যে একটি অপূর্ব সংযোজন।” রহন বড়ুয়া বলেন, “শিরি শিশু সাহিত্যে কেন্দ্রর ঊদ্যোগে ‘শিরি সে এক মা’ গ্রন্থটির প্রকাশনা একটি উল্লেখযোগ্য কর্মকান্ড নিঃসন্দেহে।” মাহ্বুবুর রহামন বলেন, “শিরি শিশু সাহিত্য কেন্দ্রের এক যুগ পুর্তি ও ‘শিরি সে এক মা’ গ্রন্থের প্রকাশনাকে অভিনন্দন জানাই।” ডাঃ চৌধুরী সারওয়ারুল হাসান বলেন, “শিরি শিশু সাহিত্য কেন্দ্রের সুন্দর কাযৃক্রম ইতোমধ্যেই সবার দৃষ্টি আকর্ষন করেছে। কিংবদন্তী মা শিরি বেঁচে থাকবেন এই সংগঠন ও তার সৃষ্টিশীল কার্যক্রমের মাঝে।” মধ্যাহ্ন ভোজের মাধ্যমে উৎসরের পরিসমাপ্তি ঘটে।