গৌরনদীতে দু’গ্রুপ মহিলাদের সংঘর্ষে ১০ জন আহত

গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের দু’গ্রুপ মহিলাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন মহিলা আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মৃত হোচেন সরদারের পুত্র সোহেল সরদারের বিধবা স্ত্রী রাহাতোন বেগম শুক্রবার সকালে তার বসত ঘর পুনঃনির্মাণের কাজ শুরু করেন। এসময় তার ননদ বিধবা জবিতোন নেছা ও তার ৩ কন্যা ঘর পুনঃনির্মাণের কাজে বাঁধা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে জবিতোন নেছার নেতৃত্বে হামলা চালিয়ে রাহাতোনের কন্যা জরিনা খানমকে (২২) মারধর করা হয়। এসময় রাহাতোনের ৪ কন্যা পাল্টাহামলা চালালে উভয় গ্রুপের  মধ্যে সংঘর্ষ বাঁধে। হামলা ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত  জবিতোন নেছা (৬০), কহিনুর বেগম (২৮), রাহাতোন বেগম (৫০), পারভিন বেগম (৩৭), জরিনা বেগমকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানার পাল্টপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।