গাছের প্রতিশোধ !!!

সরকারি গাছ রাতের আধাঁরে চুরি করে কেটে নেয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কে ওপর গাছ উপরে পড়ে। এতে মহাসড়কে অবরোধের সৃষ্টি হয়। ফলে দুরপাল্লার নৈশ পরিবহনসহ যানবাহন আটকা পরে। এ সময় আটকে পড়া যাত্রী ও বাস ষ্টাফরা ডাকাত ভেবে ডাকচিৎকার শুরু করলে এলাকাবাসি ধাওয়া করে বাচ্চু ডিপটি (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি এলাকায়।

এলাকাবাসি ও পুলিশ জানায়, সংঘবদ্ধ গাছ চোরের দল শনিবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্বের উপজেলার তাঁরাকুপির ডিপটি বাড়ির সন্নিকটের সরকারি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ চুরি করে নেওয়ার জন্য করাত দিয়ে কাটতে থাকে। হঠাৎ গাছটি উল্টে মহাসড়কের ওপর উপরে পরে। এতে মহাসড়কে অবরোধের সৃষ্টি হয়। ফলে মহাসড়কের উভয়পার্শ্বে প্রায় অর্ধশতাধিক নৈশ্য যানবাহন আটকা পড়ে। পরবর্তীতে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসির সহায়তায় এক ঘন্টাপর রাত ১২ টার দিকে গাছ অপসারন করে মহাসড়ক যানজট মুক্ত করা হয়।