ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নামে ভুয়া অফিস

ড্রাইভার্স ইউনিয়নের নামে ভুয়া অফিস খুলে ড্রাইভারদের কাছথেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে। শিকারপুর গ্রামের মন্নান খান ও জয়শ্রী গ্রামের কালু মৃধা দীর্ঘদিন যাবৎ ওই ইউনিয়নের নামে ভুয়া কমিটির কাগজ তৈরী করে কার্যত্র“ম চালাচ্ছে এবং বৈধ অফিস পরিচালনাকারীদের হয়রানী করছে। তাদের বিরুদ্দে বরিশাল পুলিশ সুপার ও উজিরপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূএে জানাগেছে  ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের রেজি নং-বি-৬২০ঢাকা তেজগাঁও এর প্রধান কার্যালয় থেকে ২০০৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকারের শ্রম পরিদপ্তর কতৃক অনুমোদিত গঠনতন্ত্রে ২(খ) অনুচ্ছেদ মোতাবেক উজিরপুর উপজেলার জয়শ্রী নামক স্থানে সংগঠনের একটি শাখা  অফিস পরিচালনার জন্য মোঃ ফারুক বেপারীকে সভাপতি ও মোঃ আনিস হাওলাদারকে সাধারন সস্পাদক  করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কিন্তু তার ৪  মাস পরে অবৈধ উদ্দেশ্য হাসিলের জন্য  ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম নামে  স্বাক্ষরিত স্বারক নম্বরবিহীন একটি ভুয়া চিটি ইস্যু করে বৈধ অফিসের   কার্যত্র“ম জোর পূর্বক বন্ধ করে দেয় এবং তাদের কার্যত্র“ম চালিয়ে যায়। পরবর্তীতে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে খোজনিয়ে জানাগেছে তারা দূর্নীতির আশ্রয় নিয়ে সংগঠনের টাকা হতিয়ে নেওয়ার পায়তারা করছিল। যার কারনে শ্রমিকদের স্বার্থ সংরক্ষনের জন্য চলতি মাসের পহেলা জুন বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক পত্রের আলোকে ফারুক ও আনিস কে অফিস চালাতে আদেশ প্রদান করা হয় এবং মন্নন , কালুর কার্যত্র“মকে অবৈধ ঘোষনা করা হয়।এ ব্যাপারে উজিরপুর থানার ইনচার্জ সুকুমার রায়ের কাছে জানতে চাইলে তিনি জানান যাদের বৈধ কাগজ পত্র রয়েছে তারাই অফিস চালাবে, যারা চিটারী করেছে তাদের বিরুদ্দে আনানুগ ব্যাবস্থা নেয়া হবে।