ঝালকাঠির “ধানঁসিড়ি ন্যাশনাল ইকোপার্ক” নির্মানের দাবী

আসার আহবান জানিয়েছে ঝালকাঠি নাগরিক ফোরাম। ধানসিঁড়ি, গাবখান ও সুগন্ধা নদীর ত্রি-মোহনায় মনোরম পরিবেশের বিনোদন স্পট ও জাতীয় উন্নয়নে অংশীদার এ পার্কটি নির্মিত হলে এটি দক্ষিনাঞ্চলের মানুষের মিলনের একটি ক্ষেত্র তৈরীসহ আকর্ষনীয় পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

বিগত ২০০২ সালে ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলের মানুষের বিনোদনের জন্য তৎকালীন জেলা প্রশাসক মিহির কান্তি মজুমদার প্রকল্পটির কাজ হাতে নেন। কিন্তু দীর্ঘদিন ধরে প্রকল্পটির কাজ আইনী জটিলতায় বন্ধ হয়ে গেছে। প্রায় ৪৭একর ৮১শতাংশ জমির ওপর নির্মিত এ পার্কটি গত সরকারের আমলে জাতীয় পার্ক হিসেবে একনেকের সভায় অনুমোদন লাভ করে।

ইতিমধ্যে একটি স্বার্থন্বেষীমহল ঐ জমির বিরুদ্ধে আদালতে দেওয়ানী মামলা দায়ের করে কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায়। ২০০৬-২০০৭ থেকে ২০১০-২০১১ সালে সরকারের হাতে নেয়া প্রকল্পের প্রাথমিক ৩ কোটি টাকার কাজ শুরু করে এবং বাকী অর্থ ফেরৎ যায়।

পার্কটির সৌন্দর্য্য বৃদ্ধির জন্য প্রকল্পটিতে নদী ঘুরে দেখার জন্য প্যাডেল বোর্ড, গাড়ি  পার্কিংয়ের স্থান, পাথর সিরামিকের তৈরী দূর্লভ প্রজাতির পশু-পাখি, সৌন্দয্যবর্ধন বাগান, নদীর পাশে গাইডওয়াল, দর্শনার্থীদের বসার বেঞ্চ ও অভ্যন্তরীন সড়কের কাজ হাতে নেয়া হয়েছিল।  শেরেবাংলা একে ফজলুল হক, কবি কামিনী রায়, জারী সম্রাট আ: গনি বয়াতি, কবি জীবনানন্দ দাসের স্মৃতি বিজরিত ধানসিঁড়ি ন্যাশনাল ইকোপার্ক নির্মান এলাকাবাসির প্রানের দাবী।