হুমকির মুখে বরিশালের মীরগঞ্জ রক্ষা বাঁধ

মীরগঞ্জ ফেরিঘাট রক্ষা বাঁধটি। ফলে বাধের বিভিন্ন জায়গায় ব্লক সরে ও মাটি দেবে যাওয়ায় হুমকির মুখে রয়েছে বাধটি।

সংস্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যে যানা গেছে, ২০০৩-২০০৪ সালে ১ কি.মি. ফেরী ও বাজার রক্ষা বাধ নির্মানের সিদ্ধান্ত নেয়া হয় কিন্তু ১ কি,মি. দৈর্ঘের বাধ নির্মানের কথা থাকলেও নির্মান করা হয় মীরগঞ্জ ফেরীঘাটের উত্তর প্রান্তে ৫০০ গজ এবং দক্ষিণ প্রন্তে ৫০০ গজ বাঁধ। প্রতি বছর ওই বাধ সংস্কারের নিয়ম থাকলেও কতৃপক্ষের চরম উদাসীনতায় তা করা হয়নি। এ বাধ নির্মানের ৭ বছর অতিবাহিত হলেও তার কোন সংস্কার না করায় ক্রমেই মারাত্বক ঝুকিপূর্ন হয়ে পরেছে বাঁধটি। যার ফলস্রুতিতে বাধের প্রায় অর্ধেক নদী গর্ভে বিলিন হয়ে গেছে। বাকী অংশ বাঁধের প্রায় ৭ /৮ টি  স্পটের ব্লক দেবে গেছে এছাড়াও নদীর মাঝে  অনেক ব্লক সরে গেছে। ফলে মীরগঞ্জ বাজার ও ফেরীঘাট, ইটভাটা, মসজিদ, বাসস্টান্ড, সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা সহ তীরের বিস্তির্ন এলাকা ঝুকির মধ্যে রয়েছে। স্থানীয় জনসাধারন এ বিষয়টি স্থানীয় প্রশাসন, সাংসদ, পানিউন্নয়ন বোর্ড কতৃপক্ষকে বার বার অবহিত করা সত্তেও তারা কোন প্রকার ব্যাবস্থা নেয় নি। এ ব্যপারে বরিশাল বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলি হারূন অর রশিদ জানান, মীরগঞ্জ বাজার ও ফেরীঘাট এলাকায় ২০১০ অর্থ বছরে কোন অর্থ বরাদ্ধ না হওয়ায় ওই রক্ষা বাধটি সংস্কার করা হয়নি, অর্থ বরাদ্ধ হলেই ওই বাধের সংস্কার করা হবে।