যৌতুকের দাবীতে স্ত্রীকে অমানবিক নির্যাতন

অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নির্যাতনকারী স্বামীকে গ্রেফতার করেছে।

এজাহারসূত্রে জানাগেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের মৃত আফছের আলীর ছেলে আসাদুল ইসলামের সাথে ১৯৯৩ সালে একই ইউনিয়নের ছয়গ্রামের বেলায়েত হোসেন আকনের মেয়ে মাকসুদার বিয়ে হয়। বিয়ের পরবর্তী জীবনে তারা সুখে থাকলেও শাশুরী রাবেয়া বেগমের প্ররোচনায় স্বামী আসাদুল যৌতুকের দাবীতে স্ত্রী মাকসুদাকে প্রায়ই মারধর করত। বোনের উপর নির্যাতন বন্ধের জন্য মাকসুদার ভাই শহিদুল আসাদুলকে গত ২ জানুয়ারী নগদ ১লাখ টাকা যৌতুক হিসবে দেয়। গত ১৯ জুন মাকসুদাকে পুরনায় যৌতুকের জন্য স্বামী আসাদুল ইসলাম ও তার পরিবারের লোকজন নির্যাতন চালিয়ে আহত করলে মাকসুদাকে গৌরনদী হাসপাতালে ভর্তি হতে হয়। এব্যাপারে মাকসুদা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। যার নং- ৭। ওই মামলার প্রধান আসামী মাকসুদার স্বামী আসাদুল ইসলামকে গত শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।