মন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দিতে চেয়ারম্যানের বিশাল শোডাউন

কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মীর নাসির উদ্দিন শনিবার সকাল ১১টার দিকে বিশাল গাড়ি বহর নিয়ে গোপালপুর ইউনিয়ন থেকে উপজেলা সদর হয়ে সাহেবরামপুর ইউনিয়ন পর্যন্ত শোডাউন করেছে।

সরেজমিনে জানা যায়, গত ১৯ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের পর উপজেলার গোপালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মীর নাসির উদ্দিন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের শুভেচ্ছা পৌঁছে দিতে শনিবার সকাল ১১টার দিকে ২ শতাধিক মোটর সাইকেল, ৫ টি মাইক্রোবাস, ৩ টি ট্রাক ও ১ টি বাসে সহশ্রাধিক সমর্থক নিয়ে গোপালপুর হাট থেকে শো-ডাউন বের হয়। গাড়ির শো-ডাইনটি উপজেলা সদর হয়ে সাহেবরামপুর পর্যন্ত বিশাল শোডাউন করেছে। শোডাউন শেষে নিজ বাড়িতে ৫ হাজার লোকের দুপুরের খাবারের আয়োজন করেছে বলে জানা গেছে।

এব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে তার কয়েকজন সমর্থক জানান, ইউপি চেয়ারম্যানের দাওয়াতে তারা শোডাউনে এসেছি। দুপুরে তার বাড়িতে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

গাড়ির শো-ডাউর করার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান মীর নাসিরউদ্দিন বলেন,  ‘উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমি জয়লাভ করেছি। তাই আমাদের এমপি ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল  হোসেনের পক্ষ থেকে শান্তির শুভেচ্ছা পৌঁছে দিতে আমি এ আয়োজন করেছি।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মন্ডল জানান, শোডাউনের ব্যাপারে তাকে অবহিত করে নাই। এটা সম্পূর্ণ বেআইনি। ইউপি চেয়ারম্যানের  বিরুদ্ধে থানায় জিডি করেছেন বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়াজ জানান, ব্যাপারটি সম্পূর্ণ অবৈধ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এব্যাপারে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।