কালকিনিতে সাড়ে ৪মাসে ১১ খুন!

প্রতিদিনই খুন, সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট, ধর্ষন, চুরি-ডাকাতি, বোমার বিস্ফোরণ ও প্রকাশ্যে অস্ত্রের মহড়া বেড়েই চলছে। আধিপত্য বিস্তার ও নির্বাচনী সহিংসতায় গত সাড়ে ৪মাসে কলেজ ছাত্রসহ ১০জন খুন হয়েছে।

স্থানীয়, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি আরবে যাওয়ার জন্য লাখ টাকা এনে দিতে না পারার অভিযোগে স্বামী হানিফ সরদার ও শ্বশুর বাড়ির লোকজন জেসমিন বেগম(৩২) নামের এক গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ৫মার্চ নিহত ওই গৃহবধূ উপজেলার চরদৌলত খাঁ ইউপির আঃ জব্বার খাঁনের মেয়ে। ১৫মার্চ পূর্ব মিকারমঙ্গল গ্রামে যৌতুকের দাবী পূরণ করতে পারায় পরিকল্পিত ভাবে হত্য করা হয়েছে ইতি বেগম (১৯) নামের এক গৃহবধূকে। ২৪মার্চ এলায়েত নগর ইউপির দাসপাড়া এলাকায় মুঠোফোনে ডেকে নিয়ে কালাম সরদারকে (২৪) খুন করেছে দুবৃত্তরা।

উপজেলার গোপালপুর হাট এলাকায় ৮এপ্রিল পারিবারিক কলহের জের ধরে স্বর্ণা খানম (১৮) নামের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে পিটিয়ে হত্যা করেছে তাঁর চাচাতো ভাই আজিম।

১০এপ্রিল সাহেবরামপুর এলাকায় হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের খাল থেকে টিপু ঘরামী(৪০) নামের এক ব্যক্তির লাশ খালের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে পুলিশ।

৪মে পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের রশিদ খলিফার ছেলে মোতালেব ওরফে মতু খলিফা (৪৮) নামের এক ভ্যান চালককে অজ্ঞাত সন্ত্রাসীরা খুন করে ব্রীজের নিচে ফেলে রেখে যায়।

১৫ মে উপজেলার এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে বিরোধপূর্ন জমিতে পূর্ব পরিকল্পিতভাবে ধান কাটতে যায় কুখ্যাত ডাকাত কাশেম বাহিনীর লোকজন। এতে বাদল বাহিনীর লোকজন বাধা দিলে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। সন্ত্রাসীদের দায়ের কোপে রক্তাক্ত জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে কবির খাঁর ছেলে মিজান খাঁ (২২) ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

৮জুন এ গ্রামের আপাং কাজীর ছেলে বেল্লাল কাজী (২১) সন্ধ্যায় সাড়ে ৭টায় শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি ব্রীজের উপর বসলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে ধরে পার্শ্ববর্তী কৃষি জমিতে নিয়ে যায়। পাঁয়ে দা দিয়ে কুপিয়ে ও মাথায় বল্লম গেঁথে তাকে খুন করে। নিহত বেল্লাল কাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে ঘাতকরা পালিয়ে যায়। সে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্বাবিদ্যালয় কলেজের ছাত্র ছিল।

পরের দিন ৯জুন বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকার মোসলেম আলী সরদার (৭০) নামের এক বৃদ্ধের লাশ আড়িয়াল নদীর ভাদুরী নামক স্থানে ভাসমান অবস্থায় দেখে তার লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার দুচোখ উৎপাটন, কান কেটে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয় বলে পুলিশের ধারনা।

১৬জুন রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইরকান্দি গ্রামের আ: রব বেপারীর স্কুল পড়ুয়া মেয়ে চম্পা (১২) দুপুর ১২টায় বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেনি। পরেরদিন সকাল ৮টায় পাশ্বর্তী পুকুরের কুচুরীপানার মধ্যে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সে উত্তর চরআইরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। পুলিশ জানায়, নিহত স্কুলছাত্রীর নাকে জমাট বাঁধা রক্ত ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

১৯জুন মাত্র ৩দিনের ব্যবধানে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের ভোট গ্রহনের দিন চরদৌলত খাঁ ইউনিয়নের নতুন চরদৌলত খাঁ গ্রামে সারারাত চেয়ারম্যান প্রার্থীদ্বয় সরদার মোঃ আবদুল মান্নান ও চানমিয়া সিকদারের সমর্থকেরা প্রায় দুই শতাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে চারপাশের এলাকায় আতংক ছড়ায়। সকাল সাড়ে ৫টায় ওই গ্রামের মহব্বত আলী সরদারকে (৬০) অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ঘর থেকে বের করে পাশ্ববর্তী ফসলী জমিতে নিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। স্থানীয়রা মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।