মাদ্রাসা শিক্ষকের হামলায় ছাত্রের চোখ নষ্টের পথে

হামলার শিকার ৭ম শ্রেনীর ছাত্র বায়েজীদ (১৪) বৃহস্পতিবার বরিশালে চিকিৎসা শেষে সাংবাদিকদের কাছে শিক্ষকের দ্বারা হামলার কাহিনীর অভিযোগ করেন। কাঠালিয়ার সোনাউটা ফাজিল মাদ্রাসার আকাঈদ-ফিকাহ বিভাগের শিক্ষক মাও: আ: রব বুধবার ক্লাশে তাকে বেত দিয়ে  চোখের ওপর বেত্রাঘাত করে আহত করে। মারাত্মক আহতাবস্থায় শিক্ষকরা প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে বরিশাল শেবাচিমে পাঠান। বরিশাল শেবাচিমের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা: আলতাফ উদ্দিন আহমেদ জানিয়েছেন এখনও চোখ শংকামুক্ত নয় তবে ৭দিন পরে বলা যাবে।

হামলার শিকার বায়েজীদের পিতা হারুন হাওলাদার বলেন, ঐ শিক্ষকের পিতা আ: লতিফ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার পর তিনি শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। পরবর্তীতে পিতার প্রতিষ্ঠিত কর্মক্ষেত্রে তিনি একাই আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। মাদ্রাসার প্রিন্সিপাল মাও: জাকিউদ্দিন জানিয়েছেন, আমি অসুস্থতার কারণে ছুটিতে আছি। পিটানোর কথা শুনেছি। তবে সত্যতা পরে জানতে পারবো।