বরিশালে বিএনপি নেতা কামালের গাড়িবহরে হামলা

বরিশাল জেলা কমিটির সভাপতি আহসান হাবিব কামালের গাড়ি বহরে আজ রোববার বিকেলে শহরতলীর কাশিপুর বাজারে র্দূবৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা গাড়ি বহরের একটি মটরসাইকেল জালিয়ে দিয়েছে। এসময় বিএনপি’র ৫ নেতা-কর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত এক শ্রমিক নেতাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় বিএনপি’র বিববদমান দু’গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফকরুল ইসলাম সম্প্রতি বরিশাল জেলা বিএনপি’র সভাপতি পদে বিসিসির সাবেক মেয়র আহসান হাবীব কামাল ও সাধারন সম্পাদক পদে সাবেক এমপি বিলকিস আক্তার জাহান শিরীনকে সাধারন সম্পাদক হিসাবে অনুমোদন করে। এরপর থেকে কামাল-শিরীন গঠিত কমিটি বাতিলের দাবীতে মাঠে নামে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহানগর শাখার সভাপতি এমপি মজিবর রহমান সরোয়ার সমর্থকরা। তারা নগরীতে বিক্ষোভ সমাবেশ পালন করে আসছে। আজ রোববার রাজধানী ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেন কামাল ও শিরীন। পথিমধ্যে বিকেল ৪টায় বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর বাজার নামক স্থানে কামালের গাড়িবহর এসে পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা র্দূবৃত্তরা বহড়ে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা শুরু করে। বাকেরগঞ্জ বিএনপি নেতা খলিলুর রহমানের মটরসাইকেল বহরের একটি মটরসাইকেল পুড়িয়ে দেয়। এরপর কামাল সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে র্দূবৃত্তরা সটকে পড়ে। হামলায় গুরুতর আহত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নগরীর ২৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারন সম্পাদক আবু হানিফ মল্লিক। এছাড়া আহত হয়েছে লিটন হাওলাদার, গফফার মোল্লা, কাদের মৃধা, কালাম হাওলাদার।

এদিকে আহসান হাবীব কামাল জানিয়েছেন হামলার ঘটনাটি নিন্দনীয়। আমার রাজনীতির পারফরমেন্সে ইর্শ্বানিত হয়ে এ হামলার ঘটনা ঘটতে পারে। তিনি বলেন প্রশাসনের উচিৎ হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।