দুরন্ত শৈশব…

আনাচে-কানাচে ফুটবল খেলতে দেখা যেতো। শিশু-কিশোর থেকে শুরু করে পঞ্চাশোর্ধরাও মেতে থাকতো ফুটবল খেলায়। কালের বির্বতে গ্রামগঞ্চে এখন আর তেমন ফুটবল দেখা যায় না। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলার মান নিম্নমুখী হওয়ায় এই খেলার প্রতি সাধারণ মানুষের আগ্রহ আগের মতো নেই। অধিকাংশ ফুটবল ভক্তরাই এখন ঝুঁকে পরেছে ক্রিকেট খেলার প্রতি। তার পরেও বর্ষা মৌসুম এলেই গ্রামের শিশুরা মেতে ওঠে ফুটবল খেলায়। শৈশবের দুরন্তপনায় একদল শিশু ফুটবল খেলায় মেতে উঠেছে। ছবিটি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রাম থেকে তোলা। -ছবি ও প্রতিবেদন : খোকন আহম্মেদ হীরা।