বাংলাদেশ আওয়ামী লীগ’র ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় আলোছনাসভা। নিউজার্সী আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান এর পরিচালনায় আলোছনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত হয়ে যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম আরও বলেন জন নেতা আব্দুল হামিদ খান ভাষানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, হোসেন শহীদ সরোয়ার্দী কারনে ১৯৪৯ সনের ২৩ জুন টিকাটুলির কে· এম· দাস লেনের রোজ গার্ডেন নামক বাড়িতে আওয়ামী লীগে’র প্রতিষ্ঠা করে স্বাধীন বাংলাদেশের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। বাংলাদেশ তথা স্বাধীনতার গৌরবময় চেতনা অক্ষুন্ন রাখা এবং বিশ্বের দরবারে মর্যাদাশীল জাতি হিসাবে আরো বলিষ্ঠ প্রদক্ষেপের ফলে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান করেছে।তিনি,আরও বলেন, আওয়ামীলীগের জন্ম আর আওয়ামীলীগের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না । আলোছনাসভায় বিশেষঅতিথি হিসাবে উপস্তিত ছিলেন নিউজার্সী আওয়ামীলীগের উপদেশ্ঠা আহমেদ আলি লাল মিয়া, হাজী গীয়াষ উদ্দিন , নেছারুল হক চৌঃ, আবুল কে মজুমদার, বীরমুত্তিযুদ্দা মোঃ আঃ হাসীদ।
নিউজার্সী আওয়ামীলীগের সভাপতি আঃ মুত্তাদির তোফায়েলর সভাপত্তিতে আরও বত্তব্য রাখেন শামীম আহমেদ, বিশ্বজিৎ দে বাবলু, হাবিবুর রহমান হাবিব ,আঃ মালিক ছুনু , দেওয়ান বজলু , শাহজান শাহ, মতিউর রহমান খন্দকার্ ,রেজাউল করিম ,আনোয়ার চৌঃ পারেক প্রমুখ।