ঝালকাঠি সাবেক পৌর মেয়র বিরুদ্ধে অভিযোগ

শোভা রানির কোটি টাকার সম্পত্তি আত্মসাত করার পাঁয়তারা চালাচ্ছেন বলে অভিযোগ করলেন কর্মচারীরা । একটি জাল জালিয়াতি চক্রের সহায়তায় সাবেক মেয়র এই সম্পত্তির একতরফা ডিগ্রি করিয়ে বিক্রির পাঁয়তারা করছে। জোড়পূর্বক স্বাক্ষর নিয়ে একটি পাওয়ার অব এ্যাটর্নী তৈরি করে আঃ হালিম গাজী শোভা রানির মৃত্যুর কয়েক বছর আগে তাকে ঝালকাঠি ছেড়ে কোলকাতায় যেতে বাধ্য করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়। হালিম গাজী মেয়র থাকাকালিন সময়ে পৌরসভায় চাকুরির মেয়াদকাল শেষ হলেও শোভা রানির সমূদয় প্রাপ্য টাকা দেয়া হয়নি। যাতে তিনি অবসরের পর অর্থাভাবে ঝালকাঠি ছেড়ে যেতে বাধ্য হন। কিন্ত মৃত্যুর পড়ে কোন মৃত ব্যক্তির পাওয়ার অব এ্যাটর্নী কার্যকরি না হলেও সাবেক মেয়র তা দিয়ে কৌশলে আদালতের মাধ্যমে উক্ত সম্পত্তির ডিগ্রী করিয়েছে বলে জানাযায়। এ জালিয়াতির সঙ্গে হালিম গাজীর ঘনিষ্ট জনৈক এক সাংবাদিক জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়। সোমবার  ঝালকাঠি পৌরসভা কার্যালয়ে পৌর কর্মচারি জাহাঙ্গির হোসেন খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত এক স্মরনসভায় বক্তারা এসব অভিযোগ করেন। সকাল ১১টায় শোভা রানির এ স্মরন সভায় বক্তারা এ ব্যাপারে ঝালকাঠির বিচার বিভাগ,  জেলা প্রশাসন এবং বর্তমান পৌর মেয়রের সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করেছে। মেয়র আফজাল হোসেন রানা এ সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন পৌর সচিব হুমায়ুন কবির, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ,  সঞ্জিব কুমার সাহা প্রমুখ।