জেলা বিএনপির কমিটি বাতিল না হলে ঢাকা মার্চ কর্মসূচী

আন্দোলন কর্মসূচীর হুমকি দিয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপির অনুসারীরা। গত ২৩ জুন কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আহসান হাবীব কামালকে সভাপতি ও সাবেক সাংসদ বিলকিস আক্তার জাহান শিরিনকে সাধারন সম্পাদক  করে কমিটি ঘোষণার পর সরোয়ার অনুসারীরা এ কমিটি বিরোধীতা করে আসছে। গতকাল সদর রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলা হয় কামিটি বাতিল করা না হলে তারা ঢাকা মার্চ কর্মসূচীও ঘোষণা দিতে পারেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটি ঘোষণার আগ পর্যন্ত কামালপন্থী হিসাবে পরিচিত ও ঘোষিত কমিটিতে পদবঞ্চিত এবায়েদুল হক চাঁন। তিনি বলেন, আহসান হাবীব কামাল বহিস্কৃত থাকা অবস্থায় ওয়ান ইলেভেনের সময় জেলা আইনজীবী সমিতিতে সুধী সমাবেশে অংশ নিয়ে খালেদা জিয়া ও হাওয়া ভবন নিয়ে বিষেদাগার করেন। বিলকিস আক্তার জাহান শিরিন বিএনপির জেলা ও মহানগর বিএনপির তৃতীয় সারির বাচ্চা সমতুল্য কর্মী। কামাল-শিরিন দুজনই স্থায়ীভাবে ঢাকায় থাকেন। তারা সুবিধাবাদী ও মতলববাজ নেতা হিসাবে পরিচিত। ঘোষিত কমিটি বাতিল করা না হলে অবস্থান ধর্মঘট, অবরোধসহ ঢাকা মার্চ কর্মসূচী ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহম্মেদ, মনিরুজ্জামান ফারুক, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, আবুল কালাম শাহীন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা শ্রমিকদলের সভাপতি বশির আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন জিপু প্রমুখ।

এর কয়েকদিন আগে কামাল গ্রুপের অন্যতম নেতা এ্যাড. মহসিন মন্টু সংবাদ সম্মেলন করে জেলা কমিটি বাতিলের দাবি জানান।