শিক্ষা বোর্ডের গাফিলতিতে হাজার হাজার শিক্ষার্থীর কলেজ ভর্তি অনিশ্চিত

ভর্তি বিড়ম্বনার শিকার হচ্চে  বোর্ডের আওতাধিন শিক্ষার্থীরা। দীর্ঘ দিনেও মার্কশীট হাতে না পাওয়ায় হাজার হাজার শিক্ষার্থীর কলেজে ভর্তি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ওই সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন তাদের আশার স্বপ্নের কলেজে বোর্ডের গাফিলতির কারনে ভর্তি হতে পারছেনা।

সূত্রে জানাগেছে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০১১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ১২ মে। সরকারী নীয়মানুযায়ী ইতোমধ্যেই বোর্ডের আওতাধীন কলেজগুলোতে ভর্তির তারিখ শেষ হয়েছে। কলেজে ভর্তি হতে হলে সংশ্লি¬ষ্ট বিদ্যালয়ের প্রশাংসা পত্র ও বোর্ড কর্তৃক প্রাপ্ত মার্কশীট প্রয়োজন। শিক্ষার্থীরা প্রথমে বোর্ডের  কোটা অনুযায়ী ভর্তি যুদ্ধে অংশ গ্রহন করলেও তাদের মার্কশীট সংশ্লিষ্ঠ কলেজে জমা দিতে না পারায় তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন অনিশ্চিয়তায় মধ্যে পড়েছে। যে সকল শিক্ষর্থীরা বরিশাল বোর্ডের অধীনে এসএসসি পাস করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভর্তি হতে গিয়ে মার্কশীট না পাওয়ার কারনে তারা এখন মহাবিপাকে পড়েছে। খোজ নিয়ে জানাগেছে, দেশের অন্যান্য বোর্ডের মার্কশীট সংশ্লি¬ষ্ট বিদ্যালয়ে অনেক আগেই পাঠানো হলেও বরিশাল শিক্ষা বোর্ডের উদাসিনতা ও গাফিলতির কারনে এখন পর্যন্ত কোন বিদ্যালয়ে মার্কশীট এসে পৌছেনি। একদিকে দেশের বিভিন্ন কলেজে ভর্তির তারিখ শেষ হয়ে গেলেও  ওই সকল কলেজে বরিশাল বোর্ডের মার্কশীট জমা দিতে পারছেনা শিক্ষার্থীরা। একাধিক অভিভাবক ক্ষোভের সাথে জানান, তাদের ছেলে-মেয়েরা বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে আগৈলঝাড়া কেন্দ্র থেকে পাশ করলেও অদ্যাবধি মার্কশীট না পাওয়ায় ঢাকাসহ বিভিন্ন বোর্ডের অধীনে কলেজগুলোতে ভর্তি করাতে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে।

এব্যপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর বিমল কৃষ্ণ মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রেসে যান্ত্রিক ত্র“টির কারনে সকল মার্কশীট ছাপা হতে বিলম্ব  হচ্ছে। নতুন শিক্ষা বোর্ড, কিছুটা ভুল ত্র“টি থাকতেই পারে। ইতোমধ্যে ৫১ হাজার মার্কশীট বোর্ডের হাতে এসে পৌছেছে। স্বাক্ষর শেষ করেই আগামী ২৯ জুন বিকেলের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে পৌছে দেয়া হবে।