ঝালকাঠিতে ৬২ ট্যালেন্ট ও ১শ ৩১ সাধারন বৃত্তি পেয়েছে

সাধারন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদরে ২১টি, রাজাপুরে ১৩টি, কাঠালিয়ায় ১০টি ও নলছিটিতে ১৮টি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এছাড়া সাধারন  কোটায় ঝালকাঠি সদরে ৪৫টি, রাজাপুরে ২৭টি, নলছিটিতে ৩৭টি ও কাঠালিয়ায় ২২টি বৃত্তি পেয়েছে।

ঝালকাঠি জেলা সদরের সরকারী দু’টি বিদ্যালয়ের মধ্যে বালক উচ্চ বিদ্যালয়ে ৭টি, হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১টিসহ বেসরকারী বিদ্যালয় সমুহের মধ্যে কীর্ত্তিপাশায় সুলতান হোসেন খাঁন মাধ্যমিক বিদালয়ে ২টি ও আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ১টি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এছাড়া সাধারন কোটায় ঝালকাঠি সরকারী উচ্চ বালক বিদ্যালয় ১৪টি, হরচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় ১৩টি ও সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়ে ২টি বৃত্তি পেয়েছে। তথ্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ওয়েবসাইট।