আর্কাইভ

সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের পিছুটান!

শতাধিক যান ও সহস্রাধিক মানুষ নিয়ে শোডাউন করা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী করেও ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা পিছুটান দিয়েছেন। গত সোমবার ‘কালকিনিতে ইউপি চেয়ারম্যানের শোডাউন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ইউএনও শাহ রিয়াজ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে বিবৃতি দিয়েছিলেন।

জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য মীর নাসির উদ্দিন তার সহস্রাধিক সমার্থক নিয়ে গত শনিবার দুপুরে ২শতাধিক মোটরসাইকেল, ৫টি মাইক্রোবাস ও ৫টি ট্রাকযোগে তার এলাকায় ব্যাপক আকারে শোডাউন করে। এতেও তিনি তুষ্ট না হওয়ায় নির্বাচনে তার জয়ের জানান দিতে পার্শ্ববর্তী পৌর এলাকাসহ সিডি খান ও সাহেবরামপুর এলাকায়ও একই ভাবে শোডাউন করেন। ভূক্তভোগীদের অভিযোগ শোডাউনের সময় তার কর্মিরা মেয়েদের দেখলে যৌনহয়রানী করেছে। অন্যদিকে নিজের নির্বাচনী এলাকা ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় শোডাউন করায় উপজেলার সাধারন মানুষসহ প্রশাসনের মধ্যে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে শোডাউন শেষে নিজ বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। তার এই শোডাউন ও ভুরিভোজে প্রায় ১০লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান মীর নাসির উদ্দিন বলেছিলেন, আমরা নির্বাচিত হওয়ায় এলাকার নির্বাচিত এমপি যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পক্ষথেকে সাধারন মানুষকে সালাম পৌছে দিতে এ ব্যবস্থা করেছি। আমরা মানুষকে জানাতে চেয়েছি যোগাযোগমন্ত্রী শান্তির পক্ষে।


সূত্র জানায়, উপজেলা প্রশাসন থেকে অনুমতি না নিয়ে এরকম শোডাউন করা দন্ডনীয় অপরাধ। চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রী করে রাখে।


কালকিনি থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহীন মন্ডল বলেন, ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ থানায় সাধারণ ডায়রী করে রেখেছিল। বিষয়টি ইউএনও ও নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা না নিলে আমাদের কিছু করার নাই।

আরও পড়ুন

Back to top button