উজিরপুরে ভায়াবহ অগ্নিকান্ড

দিকে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫টি দোকানঘর পুড়ে যায়। ৫ টি দোকান ঘরের মধ্যে ৩ টি দোকানঘর সম্পূর্ন ভস্মিভূত হয়। আগুন নিভাতে গিয়ে প্রায় ১০ জন আহত হয়েছে। আহতদের উজিরপুর, বরিশাল সহ  বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পত্তিবার রাত ৩ টার দিকে বন্দর বাজারে কুন্ড ষ্টোর্স ও হাওলাদার ষ্টোর ও ইলেক্ট্রিক  হাউজে স্থানীয়রা আগুন জ্বলতে দেখে। মূহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকান মকবুল ষ্টোর সুমন জেনারেল ষ্টোরে ছড়িয়ে পড়ে । ব্যাবসায়ী সংকর কুন্ড জানান তার প্রায়  ৪৫ লক্ষ টাকা ,ননী হাওলাদারের ৩০ লক্ষ টাকা,অশোক হাওলাদারের ৫ লক্ষ টাকা,মকবুল হাওলাদার, সিবু কর্মকারের ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উজিরপুর, গৌরনদী , বরিশাল ফায়ার সার্ভিস  স্থাণীয় জনতা ও পুলিশ এসে একঘন্টা পড়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিভাতে গিয়ে দোকান মালিক শংকর কুন্ড (৩৫), অসিম দাস (২৫), বরুন (৩০), সুমন(২২), গুরুতর আহত হয়। এর মধ্যে গুরুতর আহত শংকর কুন্ড কে বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।   প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছে  তাদের নগদ টাকা মালামাল ও দোকানঘর সহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয় সিন্ধু তালুকদার ঘটনা স্থল পরিদর্শন করেছে।