যৌণ হয়রানী একটি সামাজিক ব্যধি এটি একটি যৌণ সন্ত্রাস

এটিকে প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”-এ শপথ বাক্যকে ধারন করে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে যৌণ হয়রানী প্রতিরোধে গণসতেচনতার লক্ষে ইস্যুভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ের শুরুতেই মূলপ্রবন্ধ পাঠ করেন বিআরডিবির চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

স্থানীয় সাংবাদিক ও অভিভাবকদের অংশগ্রহনে স্বেচ্ছাসেবী সংগঠন সিসিডিবি গৌরনদী ও উপজেলা ফোরাম নেটওয়ার্কের আয়োজনে সিসিডিবির প্রকল্প অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিসিডিবির ম্যানেজার অমরিয় সরকার। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্বে) এস.আই অসিম কুমার সিকদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, অভিভাবক শেফালী জয়ধর, কমলা রানী, নাসির উদ্দিন প্রমুখ।